July 27, 2024, 6:09 am

বগুড়ার আদমদীঘিতে রাজু, কাহালুতে সুরুজ ও দুপচাঁচিয়ায় বিপ্লব চেয়ারম্যান নির্বাচিত

ষ্টাফ রিপোর্টার: বগুড়া জেলার তিন উপজেলায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আদমদীঘিতে সিরাজুল ইসলাম খান রাজু (আনারস),  দুপচাঁচিয়ায় আহম্মেদুর রহমান বিপ্লব (মোটরসাইকেল) ও কাহালুতে আল হাসিবুল হাসান কবিরাজ সুরুজ (আনারস) ।

আদমদিঘীঃ আদমদীঘি উপজেলায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল ইসলাম খান রাজু (আনারস) প্রতীকে ৩৯ হাজার ৮৩২ভোট পেয়ে বেসরকারীভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী সাবেক উপজেলা শ্রমিক লীগের আহ্বায়ক রাশেদুল ইসলাম রাজা মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ৩২ হাজার ১২৮ ভোট।

অপরপ্রার্থী তোফায়েল হোসেন লিটন (ঘোড়া) পেয়েছেন ৩ হাজার ৯৮০ ভোট। ফলে ৭ হাজার ৭০৪ বেশি ভোট পেয়ে সিরাজুল ইসলাম খান রাজু পুনরায় বেসরকারি চেয়ারম্যান নির্বাচিত হন।

এ ছাড়া ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান মাহমুদুর রহমান পিন্টু (টিউবওয়েল) ৩৮ হাজার ৪০১ পেয়ে ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান সালমা বেগম চাপা (হাঁস) ৩৪ হাজার ৬৪০ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। সিরাজুল ইসলাম খান রাজু ইতিপূর্বে দুই মেয়াদে উপজেলা চেয়ারম্যান হিসাবে নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করেন। উপজেলার ৬০টি ভোট কেন্দ্রের ঘোষিত বেসরকারি ফলাফলে এ তথ্য জানাযায়। এ উপজেলায় ৪১শতাংশ ভোট পড়েছে বলে আদমদীঘি উপজেলা নির্বাচন অফিসার রাজু আহম্মেদ জানান।

দুপচাঁচিয়া ঃ  দুপচাঁচিয়া উপজেলা নির্বাচনে উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি বর্তমান ভাইস চেয়ারম্যান আহম্মেদুর রহমান বিপ্লব (মোটর সাইকেল) বিপুল ভোটের ব্যাবধানে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

উপজেলা পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ সুষ্ঠ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। মোট ভোটার সংখ্যা ১ লাখ ৫৬ হাজার ৩৭১জন ভোটারের মধ্যে ভোট প্রদান করেন ৬৩ হাজার ৬৩৫জন। ভোট প্রদানের শতকরা হার ৪৩.৮৩।

নির্বাচনে চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করে। এদের মধ্যে উপজেলা যুবলীগের সভাপতি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আহম্মেদুর রহমান বিপ্লব (মোটর সাইকেল) প্রতীকে ৩৭ হাজার ৫৪৬ ভোট পেয়ে বেসরকারি ভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুল হক প্রামানিক (আনারস) ২০ হাজার ৪২৯ ভোট পেয়েছেন। এছাড়াও বগুড়া জেলা ও দুপচাঁচিয়া উপজেলা আওয়ামীলীগের সদস্য উপজেলা পরিষদের বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান মাহবুবা নাসরিন রুপা (কাপ-পিরিচ) পেয়েছেন ৭ হাজার ১৫০ ভোট।

নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আমিনুর রহমান মহলদার (তালা) ২৭ হাজার ৬৫২ভোট এবং  মহিলা ভাইস চেয়ারম্যান পদে ফাহমিদা আকতার (হাঁস) ২৯ হাজার ৪৭৩ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। মঙ্গলবার রাত ১০টায় উপজেলা সহকারি রিটারনিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার জান্নাত আরা তিথি, উপজেলা পরিষদের সভাকক্ষে নির্বাচনে কন্ট্রলরুম থেকে বেসরকারি ভাবে এই ফলাফল ঘোষণা করেন।

কাহালু ঃ কাহালুতে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আল হাসিবুল হাসান কবিরাজ সুরুজ আনারস প্রতীকে ৩৮ হাজার ৩৩০ ভোট পেয়ে পুনরায় নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ৩৩ হাজার ৯৪৬ ভোট। অপরপ্রার্থী এএনএম আহসানুল হক (ঘোড়া) পেয়েছেন ৫ হাজার ১৯৪ ভোট।

এ ছাড়া ভাইস চেয়ারম্যান পদে আব্দুল্লাহ আল মাসুদ সুমন (টিউবওয়েল) ৩৪ হাজার ১০৬ ভোট ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে আসমা বেগম (প্রজাপতি) ৪৭ হাজার ৫৯৫ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। উপজেলার ৬৫টি ভোট কেন্দ্রের ঘোষিত বেসরকারি ফলাফলে এ তথ্য জানা যায়। এ উপজেলায় ৪১.৫৮ শতাংশ ভোট পড়েছে বলে সহকারী প্রিজাইডিং অফিসান ও কাহালু উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা: মেরিনা আফরোজ জানান।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD