March 23, 2023, 5:09 pm
রাজশাহী প্রতিনিধিঃ বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪১তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে রাজশাহীতে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান করেছে বিএনপি। সোমবার বিকেলে দলীয় কার্যালয়ে রাজশাহী জেলা বিএনপির উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে সভাপতিত্ব করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজশাহী জেলা আহ্বায়ক আবু সাঈদ চাঁদ।
অন্যদের মধ্যে রাজশাহী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম মার্শাল, সদস্য সচিব বিশ্বনাথ সরকার, সাবেক এমপি জাহান পান্না, বিএনপি নেতা গোলাম মোস্তফা মামুন, রায়হানুল আলম রায়হান, জাকিরুল ইসলাম বিকুল, পবা উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মোজাফ্ফর হোসেন, জেলা যুবদলের আহ্বায়ক মাসুদুর রহমান স্বজনসহ জেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।