July 27, 2024, 4:58 am

ফিলিস্তিনে শান্তিরক্ষী মোতায়েনের আহ্বান আরব লীগের

যমুনা নিউজ বিডি: ফিলিস্তিনের দখলকৃত সব অঞ্চলে জাতিসংঘের শান্তিরক্ষী মোতায়েনের আহ্বান জানিয়েছে আরব দেশগুলোর জোট ‘আরব লীগ’। বৃহস্পতিবার (১৬ মে) আল আরাবিয়া এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

এতে বলা হয়, বাহরাইনের মানামাতে আরব লীগের সম্মেলনে যোগ দেন জোটের রাষ্ট্র প্রধানরা। পরে এক বিবৃতি জোটটি জানায়, যতদিন পর্যন্ত দ্বিরাষ্ট্র নীতি কার্যকর না হচ্ছে ততদিন ফিলিস্তিনের দখলকৃত সব অঞ্চলে জাতিসংঘের আন্তর্জাতিক শান্তিরক্ষী বাহিনী মোতায়েন করার আহ্বান জানাচ্ছি।

এছাড়া এই সম্মেলন থেকে ফিলিস্তিনের সব পক্ষকে ফিলিস্তিন লিবারেশন অর্গানাইজেশনের (পিএলও) অধীনে আসার আহ্বান জানানো হয়। বিবৃতিতে আরও বলা হয়, ফিলিস্তিনের বৈধ প্রতিনিধি হিসেবে তারা শুধুমাত্র পিএলওকে স্বীকৃতি দেয়।

পিএলও গাজাভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হামাসের রাজনৈতিক প্রতিপক্ষ। এতে ক্ষমতাসীন ফাতাহ পার্টির আধিপত্য রয়েছে।

উল্লেখ্য, গত সাত মাসের বেশি সময় ধরে ফিলিস্তিনে হামলা চালিয়ে এখন পর্যন্ত ৩৫ হাজার ২৭২ জনকে হত্যা করেছে দখলদার ইসরায়েল। নিহতদের অধিকাংশই নারী ও শিশু।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD