July 27, 2024, 2:01 am

গোবিন্দগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে হাঁস বিতরণ

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জে ২৫০ জন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের মাঝে ২০টি করে হাঁস ও হাঁসের খাবার বিতরণ করা হয়েছে।

বুধবার (১৫ মে) বেলা সাড়ে ১২টায় সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠির আর্থ সামাজিক জীবন মানোন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণী সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় সুবিধাভোগীদের এসব বিতরণ করা হয়।

গোবিন্দগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে অনুষ্ঠানের বিশেষ অতিথি জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. মাহফুজার রহমান প্রকল্পের সুবিধাভোগীদের মাঝে এই হাঁস ও খাদ্যসামগ্রী তুলে দেন।

গোবিন্দগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ কার্যালয় চত্বরে বিতরণ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার রাসেল মিয়া।

এতে বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. বেলাল হোসেন, লাইফ স্টক এক্সটেনশন অফিসার ডা. সাহাদত জামান আল বেলাল, ভেটেরেনারি সার্জন ডা. তানভিক জাহান, লাজারাস টুডু প্রমুখ। শেষে প্রকল্পের সুবিধাভোগীদের মাঝে হাঁস ও হাঁসের খাবার বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD