July 27, 2024, 5:38 am

বগুড়ায় জিপিএ-৫ প্রাপ্তিতে সেরা জিলা স্কুল

ষ্টাফ রিপোর্টার: এসএসসি ও সমমানের পরিক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এবছর এসএসসি পরীক্ষার ফলাফলে জিপিএ-৫ পাওয়ার দিক দিয়ে বগুড়া জিলা স্কুল সেরা হয়েছে। দ্বিতীয় অবস্থানে রয়েছে বগুড়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এবং তৃতীয় স্থানে বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ রয়েছে। রবিবার (১২ মে) প্রকাশিত এসএসসির ফলাফল বিশ্লেষণ করে এ তথ্য পাওয়া গেছে।

এ বছর বগুড়ায় মোট ৩৫ হাজার ২৬১ জন পরীক্ষার্থী অংশ নেয়। তাদের মধ্যে পাশ করেছে ৩১ হাজার ৭০৭জন যা শতকরায় ৮৯ দশমিক ৯২ শতানংশ এবং জিপিএ -৫ পেয়েছে মোট ৬ হাজার ৫৭৪ জন।

ফলাফল বিশ্লেষণে দেখা যায়, বগুড়া জিলা স্কুলে এবার মোট ২৩৬ জন পরীক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে। তাদের মধ্যে শতভাগ পাশসহ ২৩০জন জিপিএ-৫ পেয়েছে। জিপিএ-৫ প্রাপ্তির হার ৯৭ দশমক ৪৫ শতাংশ।

বগুড়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ২৪৩ জন পরীক্ষার্থীর সবাই পাশ করেছে। তাদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ২৩১ জন যা শতকরায় ৯৫ দশমিক ৬ শতাংশ।

বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে এবার ৩৭১জন পরীক্ষার্থীর সবাই পাশ করেছে। তাদের মধ্যে জিপিএ ৫ পেয়েছে ৩৪২জন যা শতকরায় ৯২ দশমিক ১৮ শতাংশ।

বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজে ৪৪৪জন শিক্ষার্থীদের মধ্যে সবাই পাশ করেছে। এদের মধ্যে ৪০৪জন জিপিএ-৫ পেয়েছেন যা শতকরায় ৯০দশমিক ৯৯ শতাংশ।

বগুড়া আর্মড পুলিশ ব্যাটালিয়ন পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে ৩৪৮জনের সবাই পাশ করেছে। জিপিএ-৫ পেয়েছে ৩১২ জন। যা শতকরায় ৮৯ দশমিক ৬৬ শতাংশ।

বগুড়া আরডিএ ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ থেকে ২৩৬ জনের সবাই পাশ করেছে। তাদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ২০৩ জন যা শতকরায় ৮৬ দশমিক ০১ শতাংশ।

বগুড়া এসওএস হারম্যান মেইনার কলেজ থেকে এবার ৫৩ জনের সবাই পাশ করেছে। তাদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৪৪ জন যা শতকরায় ৮৩ দশমিক ১ শতাংশ।

টিএমএসএস পাবলিক স্কুল অ্যান্ড কলেজে ১১২ শিক্ষার্থীর মধ্যে সবাই পাশ করেছেন। তাদের মধ্যে ৯০ জন জিপিএ-৫ পেয়েছেন যা শতকরায় ৮০ দশমিক ৩৫ শতাংশ।

বগুড়া পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ থেকে এবার ২৫৭ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। তাদের সবাই পাশ করেছে। এছাড়া তাদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১৮৬ জন যা শতকরায় ৭২ দশমিক ৩৭ শতাংশ।

এছাড়া বগুড়া বীট মডেল স্কুল কলেজ থেকে শতভাগ পাশ করেছে। নতুন এই প্রতিষ্ঠান থেকে ২৫ জন শিক্ষার্থীদের ১০জন জিপিএ -৫ পেয়েছে।

বগুড়া জিলা স্কুলের প্রধান শিক্ষক শ্যামপদ মুস্তাফী বলেন, ‘শিক্ষক, শিক্ষার্থী ও সকল সংশ্লিষ্টদের সমন্বিত প্রচেষ্টায় বগুড়ায় আমাদের প্রতিষ্ঠান এবার জিপিএ-৫ প্রাপ্তিতে শীর্ষ স্থান অর্জন করেছে। আশা করছি এ প্রতিষ্ঠান থেকে ভবিষ্যতে আরও ফলাফল ভাল হবে।’

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD