July 27, 2024, 9:45 am

বগুড়ায় বিস্ফোরণে বুশরার মৃত্যুর ঘটনায় দোষীদের শাস্তির দাবি

ষ্টাফ রিপোর্টার: বগুড়া শহরের মালতিনগর এলাকায় প্রতিবেশির বাড়িতে বিস্ফোরণের ঘটনায় ৭ম শ্রেণির শিক্ষার্থী তাসনিম বুশরার মৃত্যুর ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে মানববন্ধন করা হয়েছে। শনিবার বেলা ১১টায় শহরের সাতমাথা মালতিনগর ও ভাটকান্দি এলাকাবাসী এ মানববন্ধন করে।

এতে বক্তব্য রাখেন বগুড়া জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ এজাজুল হক ডনেল, জহিরুল ইসলাম মানিক, রুহুল মনির, খোরশেদ আলম চাঁন, আবুল কালাম আজাদ, নিহতের পিতা আলী হোসেন বাবু, মা সালমা বেগম, আলামিন, মানিক, ইমরান প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, আবাসিক এলাকায় পটকা তৈরি বন্ধসহ বিস্ফোরক দ্রব্য মজুদকারী ব্যবাসয়ীদের আইনের আওতায় এতে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। তাদের কারণে আজ এই কোমলমতি শিক্ষার্থীর আকালে প্রাণ ঝড়ে গেলো। বিনা কারণে বাবা-মা তার সন্তানকে হারালো। এটা কিছুতেই মেনে নেয়া যায় না। বাড়িতে বিস্ফোরক দ্রব্য মজুদকারী ব্যবাসয়ীদের কঠিন শাস্তির দাবি জানায় তারা।

উল্লেখ্য, এরআগে গত ২৮ এপ্রিল রাত ৯টার দিকে পৌর শহরের মালতিনগর দক্ষিণপাড়া এলাকার রেজাউল ইসলামের বসতবাড়িতে বিস্ফোরণের ঘটনা ঘটে। এেেত দগ্ধ এবং দেয়াল চাপায় ৪ জন আহত হয়। এর মধ্যে মালতিনগর উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ছাত্রী তাসনিম বুশরার (১৪) অবস্থা আশঙ্কাজনক ছিল। এরপর গত ৪ মে রাত সাড়ে ৮টায় ঢাকার শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুশরা মারা যায়।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD