July 27, 2024, 5:26 am

রাম মন্দিরে মূর্তিকে প্রণাম করলেন কেরালার গভর্নর আরিফ মোহাম্মদ

যমুনা নিউজ বিডি: ভারতের কেরালা রাজ্যের গভর্নর আরিফ মোহাম্মদ খান গতকাল বুধবার অযোধ্যার রাম মন্দির পরিদর্শন করেছেন। সেইসময় তিনি রামের মূর্তির সামনে মাথা ঠেকিয়ে প্রণাম করেছেন। খবর এনডিটিভির।

এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) পোস্ট করেছে কেরালার রাজ ভবন। তাতে জানানো হয়েছে, গভর্নর আরিফ রাম মন্দির পরিদর্শন করেছেন এবং দর্শন দিয়েছেন।

সাংবাদিকদের আরিফ খান বলেছেন, ‘আমি জানুয়ারিতে দুইবার অযোধ্যায় এসেছিলাম। ওই সময়ের অনুভূতি আজও একইরকম। আমি অযোধ্যায় অনেকবার এসেছি। অযোধ্যায় এসে শ্রীরামের পূজা করা, এটা আমাদের জন্য শুধু সুখের বিষয় নয় বরং গর্বের বিষয়।’

দাপ্তরিক এক্স প্লাটফর্মে পোস্ট করা ভিডিওতে দেখা যায়, কেরালার গভর্নর খান রাম লাল্লা মূর্তির সামনে মাথা ঠেকিয়ে প্রণাম করছেন আর পেছনে থেকে ‘জয় শ্রীরাম’ ধ্বনি শোনা যাচ্ছে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD