April 18, 2024, 11:01 pm

ইরানের ভূগর্ভস্থ বিশাল ড্রোন ঘাঁটি

যমুনা নিউজ বিডিঃ ইরানের ভূগর্ভস্থ গোপন ড্রোন ঘাঁটি পরিদর্শন করেছেন দেশটির সশস্ত্র বাহিনীর চিফস অব স্টাফ চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ বাকেরি।

স্থানীয় সময় শনিবার অত্যাধুনিক ড্রোনের বড় বহর থাকা ঘাঁটিটি পরিদর্শন করেন তিনি।

রাষ্ট্রীয় সংবাদমাধ্যম প্রেস টিভির প্রতিবেদনে জানানো হয়, ঘাঁটি পরিদর্শনের সময় বিভিন্ন ধরনের সামরিক, যুদ্ধ ও দূরপাল্লার ড্রোন নির্মাণে ইরানের সেনাবাহিনীর সক্ষমতা নিজ চোখে দেখলেন বাকেরি।

শীর্ষ সামরিক কমান্ডারের ‘কৌশলগত ড্রোন ঘাঁটি ৩১৩’ পরিদর্শনের সময় প্রথমবারের মতো দুটি সামরিক সরঞ্জাম উন্মোচন করে ইরান।

এর একটি হায়দার-১ ক্রুজ ক্ষেপণাস্ত্র, যেটি ২০০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। ঘণ্টায় এর গতিবেগ ১ হাজার কিলোমিটার। এটি ইরানে নির্মিত প্রথম ক্রুজ ক্ষেপণাস্ত্র, যা ড্রোন থেকে ছোড়া যাবে।

ইরানের সেনারা হায়দার-২ ক্রুজ ড্রোনও উন্মোচন করেন, যেটি হেলিকপ্টার থেকে ব্যবহার করা যাবে।

ঘাঁটি পরিদর্শনের পর ড্রোনের নকশা ও তৈরির ক্ষেত্র থেকে সেনা কমান্ডারদের উদ্দেশে বক্তব্য দেন বাকেরি। তিনি বলেন, শত্রুপক্ষের হুমকিকে কখেনা খাটো করে দেখবে না ইরান।

ইসলামি প্রজাতন্ত্রটি এ বিষয়ে সব সময় সতর্ক অবস্থানে থাকবে বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD