December 7, 2023, 3:32 am
ষ্টাফ রিপোর্টারঃ এক বছরের সাজা থেকে বাঁচতে পাঁচ বছর পালিয়ে ছিলেন বগুড়ার ব্যবসায়ী মাহাবুবুল আলম (হাজী বাবলু)। বগুড়া সদর থানা পুলিশ শনিবার (২৮ মে) রাতে ঢাকার ফার্মগেট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। অর্থ আত্মসাতের মামলায় বগুড়া ছেড়ে ঢাকার ফার্মগেট এলাকায় বসবাস শুরু করেছিলেন তিনি।
৬০ বছর বয়সী মাহাবুবুল শহরের বড়গোলা মোড় এলাকার মৃত মছির উদ্দিন আহম্মেদের ছেলে। রোববার (২৯ মে) বিকেলে তাকে আদালতে হাজির করা হলে বিচারক জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।
বগুড়া সদর থানা পুলিশ সূত্রে জানা যায়, বিভিন্ন ব্যাংক, আর্থিকপ্রতিষ্ঠান ও ব্যক্তির কাছ থেকে দেড় কোটি টাকা আত্মসাৎ করেন তিনি। এরপর ২০১৭ সালে প্রতিষ্ঠান ফেলে রেখে নিরুদ্দেশ হন। তার বিরুদ্ধে অর্থ আত্মসাতের ৪টি মামলা দায়ের আছে। এর মধ্যে ঢাকা ব্যাংকের ১টি মামলায় তাকে ১ বছর কারাদণ্ড ৮০ লাখ টাকা জরিমানা করা হয়। এরপর থেকেই পুলিশ তাকে খুঁজছিলেন।
বগুড়া সদর থানার উপ-পরিদর্শক (এসআই) জাকির আল আহসান জানান, মাহাবুবুলের বিরুদ্ধে ৪টি গ্রেফতারি পরোয়ানা আছে। তথ্য প্রযুক্তির সাহায্য তাকে ঢাকা থেকে গ্রেফতার করা হয়৷