May 2, 2024, 8:38 pm

News Headline :
অপতথ্য ও অর্ধসত্যের মাঝে মুক্ত গণমাধ্যমের চ্যালেঞ্জ পূর্বাচলে অর্ধেকের বেশি প্লট বিক্রি করে দিয়েছেন প্রবাসীরা যাত্রাবাড়ীতে পরিবহনে চাঁদাবাজি, গ্রেফতার ১১ নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় গড়ে তুলতে হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী দীর্ঘ তাপপ্রবাহের পর অবশেষে রাজধানীতে স্বস্তির বৃষ্টি উপজেলা নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে কাজ করতে মন্ত্রী-এমপিদের নির্দেশ প্রধানমন্ত্রীর গাজায় বিধ্বস্ত বাড়ি-ঘর পুনর্নির্মাণে সময় লাগতে পারে ৮০ বছর রোহিঙ্গাদের প্রত্যাবাসনে সহযোগিতা করবে থাইল্যান্ড : প্রধানমন্ত্রী মার্কিন ও ব্রিটিশ কর্মকর্তাদের ওপর ইরানের নিষেধাজ্ঞা বেতন-ভাতার দাবিতে দিনকালের সাংবাদিকদের মানববন্ধন

সুজানগরে কৃষিপণ্য পরিবহণে জনপ্রিয় হয়েছে ঘোড়ার গাড়ি

সুজানগর (পাবনা) প্রতিনিধি : পাবনার সুজানগরে কৃষিপণ্য পরিবহণে জনপ্রিয় হয়ে উঠছে ঘোড়ার গাড়ি। উপজেলার অধিকাংশ গ্রাম-গঞ্জে কৃষিপণ্য পরিবহণ করতে এর ব্যাপক ব্যবহার লক্ষ্য করা যাচ্ছে।

উপজেলার ভায়না ইউপি চেয়ারম্যান আমিন উদ্দিন বলেন, একসময় ঘোড়ার গাড়ি ছিল এ জনপদের মানুষের অতি প্রয়োজনীয় বাহন। সেসময় সকল শ্রেণি পেশার মানুষ ঘোড়ার গাড়িযোগে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাতায়াতের পাশাপাশি বিভিন্ন মালামাল ও কৃষিপণ্য বহন করতেন। কিন্তু কালের পরিক্রমায় যন্ত্রচালিত যানবাহন আবিষ্কারের ফলে ঘোড়ার গাড়ি প্রায় বিলুপ্ত হয়ে যায়।

স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন বলেন, ইদানিং কৃষিপণ্য ও মালামাল পরিবহনে আগের মতো আবার ঘোড়ার গাড়ির ব্যবহার বাড়ছে। বিশেষ করে ইঞ্জিন চালিত যানবাহনের চেয়ে ঘোড়ার গাড়িতে কৃষিপণ্য বহনে টাকা সাশ্রয় হওয়ায় কৃষকরা ঘোড়ার গাড়ি ব্যবহার করছেন।

তাছাড়া গ্রাম-গঞ্জে কৃষিপণ্য বহনে ইঞ্জিন চালিত যানবাহনের চেয়ে ঘোড়ার গাড়িই সুবিধার বলে উপজেলার মানিকহাট গ্রামের কৃষক মোসলেম উদ্দিন খান জানান।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD