October 4, 2024, 6:14 am
যমুনা নিউজ বিডি: বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল কারাগার থেকে মুক্তি পেয়েছেন। গত বছরের ৩১ অক্টোবর রাজধানীর শাহজাহানপুরের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করেছিল পুলিশ।
আজ বুধবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে আলাল কাশিমপুর কারাগার থেকে জামিনে মুক্তি পান বলে জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
গত বছরের ৩১ অক্টোবর শাহজাহানপুরের একটি বাসা থেকে আলালকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। এ মামলায় গত ১ নভেম্বর আদালতে হাজির করে ডিবি ১০ দিনের রিমান্ড চাইলে বিচারক পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এরপর তাকে আরও পাঁচ মামলায় গ্রেপ্তার দেখানো হয়। পরবর্তী সময়ে এসব মামলার সব কটিতেই আদালত তার জামিন মঞ্জুর করেন। অন্য কোনো মামলা না থাকায় আলালের মুক্তিতে বাধা নেই বলে গত ১৮ ফেব্রুয়ারি জানিয়েছিলেন বিএনপির এই নেতার আইনজীবী তাহেরুল ইসলাম তৌহিদ।