April 25, 2024, 10:56 pm

বগুড়ায় অনিবন্ধিত ক্লিনিক-ডায়াগস্টিকে অভিযান, লাখ টাকা জরিমানা

ষ্টাফ রিপোর্টারঃ বগুড়ায় অনিবন্ধিত হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগস্টিক সেন্টারগুলোতে জেলা প্রশাসনের অভিযান শুরু হয়েছে। এর মধ্যে দুটি প্রতিষ্ঠানে ১ লাখ ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।শনিবার বিকেলে শহরের জলেশ্বরীতলা এলাকায় প্রথমে নিউ পল্লী ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার ও জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জান্নাতুল নাইম।

অভিযানে ওই ক্লিনিককে এক লাখ টাকা জরিমানা করা হয়। অনাদায়ে অনাদায়ে এক মাসের কারাদণ্ডাদেশ দেওয়া হয়। একই সঙ্গে ক্লিনিকটি সিলগালা করা হয়। এ সময় ক্লিনিক মালিক রেহেনা রহমান অনুপস্থিত ছিলেন।

তবে ক্লিনিকে ম্যানেজারের দায়িত্বপালনকারী মো. সোহাগ উপস্থিত ছিলেন। আদালতের সামনে সোহাগ বিভিন্ন অপরাধ স্বীকার করেন। দণ্ডপ্রাপ্ত সোহাগ ওই ক্লিনিকে তিন বছর ধরে চাকরি করছেন। এ তথ্য নিশ্চিত করে এক্সিকিউটিভ ম্যাজিসেস্ট্রট জান্নাতুল নাইম।

এরপর একই আদালত এনাম ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালান। এখানে অস্বাস্থ্যকর পরিবেশে রোগীদের চিকিৎসা করার দায়ে ক্লিনিককে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD