October 14, 2024, 6:03 am
সৌরভ মাহমুদ হারুন : শনিবার বিকেলে কুমিল্লা-৫ আসনের নব নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব মুহাম্মাদ আবু জাহের কে বুড়িচং উপজেলার ভারেল্লা দক্ষিণ ইউনিয়নের উদ্যোগে রামপুর উচ্চ বিদ্যালয় মাঠে গণ সংবর্ধনা প্রদান করা হয়েছে।
সংবর্ধিত প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা – ৫ আসনের নব নির্বাচিত এমপি আলহাজ্ব মুহাম্মাদ আবু জাহের। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সাবেক বিচারপতি ও প্রেস কাউন্সিলের সাবেক সভাপতি মোঃ মমতাজ উদ্দিন আহমেদ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভারেল্লা দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, রামপুরা উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি জিহান গ্রুপের চেয়ারম্যান শাহজাদা আহমেদ রনি এবং পরিচালনা করেন মোঃ মনির হোসেন মাষ্টার।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আখলাক হায়দার, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাদশা নাসির উদ্দীন ভূইয়া,কেন্দ্রীয় মুক্তি যোদ্ধা প্রজন্ম লীগের মোঃ শরীফ খান, দক্ষিণ জেলা ছাত্র লীগের সাবেক সভাপতি আবু তৈয়ব অপি, এমপি পুত্র ব্যারিষ্টার অরুপ জাহের, রামপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী আহাম্মদ, জিহান গ্রুপের পরিচালক শাহ ইস্ররাইল শামীম।
আরও বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি এম এ গনি, যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক আহমেদ, কৃষি বিদ ওমর ফারুক, কংশনগর উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আরিফুর রহমান, রফিকুল ইসলাম মাষ্টার, আব্দুল হাফিজ মাষ্টার, আব্দুল মান্নান মেম্বার, সাংগঠনিক সম্পাদক আব্দুল কাদের জিলানী, আবু ইউসুফ মেম্বার, স্বেচ্ছাসেবক লীগ নেতা এম জাকির হোসেন, ছাত্র লীগের সেক্রেটারি বাপ্পি মজুমদার। এসময় স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী গণ এবং বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের লোক জন উপস্থিত ছিলেন।। অনুষ্ঠানে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের পক্ষ থেকে এবং রামপুর উচ্চ বিদ্যালয়ের পক্ষ হতে প্রধান অতিথি নব নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব মুহাম্মাদ আবু জাহের কে ফুলে ফুলে সিক্ত করেন।