October 6, 2024, 1:04 am
যমুনা নিউজ বিডি: দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে জাতীয় পার্টির (জাপা) মনোনয়নপ্রত্যাশীদের নাম প্রকাশ করা হয়েছে। জাপা কো-চেয়ারম্যান অ্যাডভোকেট সালমা ইসলাম ও ভাইস চেয়ারম্যান নূরুন নাহার বেগমকে মনোনয়ন দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার পর জাতীয় পার্টির যুগ্ম দপ্তর সম্পাদক মাহমুদ আলম বিষয়টি নিশ্চিত করেন।
মাহমুদ আলম বলেন, দ্বাদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে জাতীয় পার্টির পার্লামেন্টারি বোর্ড অ্যাডভোকেট সালমা ইসলাম (ঢাকা) ও নূরুন নাহার বেগমকে (ঠাকুরগাঁও) মনোনয়ন দিয়েছে।
তিনি বলেন, শিগগির নির্বাচন কমিশনে তাদের মনোনয়নপত্র জমা দেওয়া হবে।
উল্লেখ্য, শেরিফা কাদের জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের স্ত্রী। অন্যদিকে সালমা ইসলাম জাপার অন্যতম কো–চেয়ারম্যান। তিনি দেশের অন্যতম শিল্পপ্রতিষ্ঠান যমুনা গ্রুপের চেয়ারম্যান। নুরুন নাহার বেগম দলের ভাইস চেয়ারম্যান। তিনি ঠাকুরগাঁওয়ের জাপার সাবেক সংসদ সদস্য দবিরুল ইসলামের আত্মীয়। এই দুজনই গত সংসদে সংরক্ষিত আসনে সংসদ সদস্য ছিলেন।