July 27, 2024, 1:49 am

বগুড়ায় বিশ্ব মৃগীরোগ দিবস পালিত

ষ্টাফ রিপোর্টার: এবারের প্রতিপাদ্য বিষয় “এপিলেপসির (মৃগী রোগ) সঙ্গে চলা ও আমাদের অর্জণসমূহ” কে সামনে রেখে আজ সোমবার বগুড়ায় বিশ্ব মৃগীরোগ দিবস পালিত হয়েছে।

সোমবার সকাল ১১ টায় মেডিকেল কলেজের কনফারেন্স রুমে এক সেমিনার অনুষ্ঠিত হয়। দিনটি ফ্রেব্রুয়ারী মাসের ২য় সোমবার পালিত হয়। শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল বগুড়াতে নিউরোলজি বিভাগের উদ্যোগে দিবসটি পলিত হয়েছে।

এ বিষয়ে এক সেমিনারে বক্তারা বলেন, কুসংস্কার চিকিৎসা নিতে দ্বিধা কাটিয়ে জনসচেতনতা বৃদ্ধিই এ দিবসের মূল লক্ষ্য। উক্ত সেমিনারে রোগ নির্নয় ও চিকিৎসার আধুনিকায়ন নিয়ে আলোচনা করা হয়।

উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন শহিদ জিয়াউল রহমান মেডিকেল কলেজের (শজিমেক) হাসপাতালের পরিচালক ব্রিঃ জেনাঃ মোঃ জুলফিককার আলম, উপ পরিচালক ডাঃ মোঃ আব্দুল ওয়াদুদ এবং নিউরোলজি বিভাগের বিভাগীয় প্রধান ডাঃ আহমেদ আশাফুদ্দৌলা সহ বিভিন্ন বিভাগের চিকিৎসক বৃন্দ।

সেমিনারে হাসপাতালের পরিচালক মৃগীরোগীদের বিশেষায়িত সেবা প্রদানের বিভিন্ন দিক উল্লেখপূর্বক রোগ নির্ণয়ের জন্য নতুন ইইজি মেশিন স্থাপনের ঘোষনা দেন।

সেমিনারে মৃগী রোগের উপর নিবন্ধ উপস্থাপন করে নিউরোলজী বিভাগের সহযোগী অধ্যাপক ডাঃ মোঃ সাইফুল বাশার।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD