May 6, 2024, 4:21 am

সৈকতে ১৩২ ডিম ছেড়ে সাগরে ফিরল অলিভ রিডলি কচ্ছপ

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের উখিয়ার সোনারপাড়া সমুদ্র সৈকতের রেজুখালের মোহনা সংলগ্ন এলাকায় ১৩২টি ডিম দিয়ে সাগরে ফিরেছে অলিভ রিডলি প্রজাতির মা কাছিম।

শুক্রবার দিবাগত রাতে সোনারপাড়া সমুদ্র সৈকতের রেজুখালে ডিমগুলো ছেড়ে সাগরে ফিরে যায় মা কচ্ছপ। ডিমগুলো সংগ্রহ করে বাংলাদেশ সমুদ্র গবেষণা ইন্সটিটিউট (বোরি)’র কাছিম হ্যাচারিতে বৈজ্ঞানিক উপায়ে ডিমগুলো সংরক্ষণ করা হয়েছে।

বাংলাদেশ সমুদ্র গবেষণা ইন্সটিটিউট (বোরি)’র জ্যেষ্ঠ বৈজ্ঞানিক কর্মকর্তা তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘উখিয়ার সোনারপাড়া বীচের রেজুখালের মোহনা সংলগ্ন এলাকায় একটি অলিভ রিডলি মা কাছিম ১৩২ টি ডিম দিয়েছে। বাংলাদেশ সমুদ্র গবেষণা ইনস্টিটিউট কর্তৃক পরিচালিত কাছিম হ্যাচারিতে বৈজ্ঞানিক উপায়ে ডিমগুলো সংরক্ষণ করা হয়েছে। আশা করছি আগামী ৫০-৫৫ দিনের মধ্যে ডিমগুলো থেকে বাচ্চা ফুটবে।’

এর আগে একই জায়গায় চলতি বছরের ৩১ জানুয়ারি একটি মা কাছিম ১২৫ টি ফিম পাড়ে। যেগুলো বোরির কচ্ছপ হ্যাচারিতে সংরক্ষণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD