May 2, 2024, 12:06 am

রংপুর অঞ্চলে বেড়েছে চিনা বাদামের চাষ

রংপুর জেলা প্রতিনিধি: চলতি মৌসুমে রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাট ও নীলফামারী জেলায় চিনা বাদামের চাষ বেড়েছে।

এবার মৌসুমে রংপুর অঞ্চলে ৫ হাজার ৫১২ হেক্টর জমিতে চিনা বাদাম চাষ করা হয়েছে। পুষ্টিবিদদের মতে খাদ্য তালিকার অন্য অনেক খাবারের চেয়ে চিনা বাদামের পুষ্টিগুণ ও উপকারিতা বেশি। চিনাবাদাম ওজন কমায়, হৃদরোগ নিয়ন্ত্রণে রাখে, স্মৃতিশক্তি বাড়ায় ও রক্তে শর্করা নিয়ন্ত্রণ করে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রংপুরের তথ্য অনুযায়ী চলতি মৌসুমে এ অঞ্চলে সবচেয়ে বেশি ২ হাজার ৮৫০ হেক্টর জমিতে চিনা বাদামের চাষ হয়েছে কুড়িগ্রাম জেলায়। জেলার ব্রহ্মপুত্র ও তিস্তার চরে প্রচুর বাদাম চাষ হয়েছে। গাইবান্ধাতেও চিনা বাদামের চাষ বেড়েছে।

জেলার তিস্তা, ব্রহ্মপুত্র ও যমুনা নদীবেষ্টিত ২৮টি ইউনিয়নের ১৫০টির বেশি চরে মোট ১ হাজার ৯২৫ হেক্টর জমিতে চিনা বাদাম চাষ করা হয়েছে।

এছাড়া রংপুর জেলায় ২২০ হেক্টর, লালমনিরহাট জেলায় ৪৬২ হেক্টর ও নীলফামারী জেলায় ৫৫ হেক্টর জমিতে চিনা বাদাম চাষ করা হয়েছে।

রংপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. রিয়াজ উদ্দিন জানান, আবহাওয়া অনুকূল থাকলে এবারে রংপুর অঞ্চলের পাঁচ জেলা থেকে ১২ হাজার ৫৫৮ মেট্রিক টন চিনা বাদাম উৎপাদন হবে বলে আশা করা হচ্ছে। খরচ তুলনামূলক কম হওয়ায় এ অঞ্চলের চাষিদের মধ্যে চিনাবাদম চাষে আগ্রহ বেড়েছে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD