July 27, 2024, 5:05 am

মেহেরপুরে বাংলা ইশারা ভাষা দিবস পা‌লিত

মেহেরপুর প্রতিনিধি : “বাংলা ইশারা ভাষা প্রচলন, বাক ও শ্রবণপ্রতিবন্ধী ব্যক্তির জীবনমান উন্নয়ন’ প্রতিপাদ্য নি‌য়ে মেহেরপুরে বাংলা ইশারা ভাষা দিবস পা‌লিত হয়ে‌ছে।

দিবসটি উপলক্ষে বুধবার সকাল ১১ টার সময় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দিবসটি পালন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মেহেরপুর জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ পরিচালক কাজী কাদের মোঃ ফজলের রাব্বির সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ শামীম হাসান।
এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিভিল সার্জন ডা. মহিউদ্দীন আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক তানভীর আহমেদ রুমন, লিউজা-উল জান্নাহ।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, মেহেরপুর জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্বাস উদ্দিন, পিরোজপুর প্রতিবন্ধী বিদ্যালয়ের পরিচালক ফায়েল উদ্দিন প্রমূখ।

এদিকে এর আগে বাংলা ইশারা ভাষা দিবস উপলক্ষে একটি র‍্যালি বের করা হয়।

জেলা প্রশাসক মোঃ শামীম হাসানের নেতৃত্বে মেহেরপুর পাবলিক লাইব্রেরী চত্বর থেকে র‍্যালিটি শুরু হয়ে প্রধান সড়ক ঘুরে জেলা প্রশাসকের কার্যালয় চত্বেরে গিয়ে শেষ হয়।

র‍্যালিতে অন্যান্যদের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক তানভীর আহমেদ রুমন, লিউজা-উল জান্নাহ।জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ পরিচালক কাজী কাদের মোঃ ফজলে রাব্বি, জেলা শিক্ষা অফিসার আব্বাস উদ্দিন প্রমূখ।

এসময় বক্তারা বলেন, ভাষা আন্দোলনের মাসে বাংলা ইশারা ভাষা দিবস উদযাপন অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এসময় বক্তারা সবক্ষে‌ত্রে বাংলা ইশারা ভাষার ব্যবহার এবং শ্রবণ প্রতিবন্ধী, বুদ্ধি প্রতিবন্ধীসহ সকল প্রতিবন্ধীদের প্রতি বিশেষ নজর দেওয়ার আহ্বান জানান। জেলায় বাংলা ইশারা ভাষা প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করেন তারা।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD