May 6, 2024, 1:30 am

রফতানি আয়ে ৫.৭২ বিলিয়ন ডলারের মাইলফলক

যমুনা নিউজ বিডি: জানুয়ারিতে দেশের পণ্য রফতানি খাত ৫.৭২ বিলিয়ন ডলারের মাইলফলক অতিক্রম করেছে। ২০২৩ সালের তুলনায় এ বছর আয় বৃদ্ধি পেয়েছে ১১ দশমিক ৪৫ শতাংশ।

রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) প্রকাশিত সাম্প্রতিক তথ্যে এ কথা জানানো হয়।

জানুয়ারিতে তৈরি পোশাক (আরএমজি) সর্বোচ্চ ৪.৯৬ বিলিয়ন ডলার আয় করে, যা গত অর্থবছরে ৪.৪২ বিলিয়ন ডলার থেকে ১২.২২ শতাংশে বৃদ্ধি পেয়েছে।

ইপিবি তথ্য অনুযায়ী, গত ২০২২-২৩ অর্থবছরের জুলাই-জানুয়ারি সময়ে মোট রফতানি ৩২ দশমিক ৪৪ বিলিয়ন ডলার মূল্যের পণ্য রফতানি হয়েছিল।

চলতি অর্থবছরের একই সময়ে যা ৩৩ দশমিক ২৬ বিলিয়ন ডলারের হয়েছে। অর্থাৎ, রফতানিতে ২ দশমিক ৫২ শতাংশ প্রবৃদ্ধি অর্জত হয়েছে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD