October 22, 2024, 5:02 am

News Headline :
জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সভাপতি মমিনুর রশিদ শাইন প্রধানমন্ত্রীর পদত্যাগ ইস্যুতে স্পষ্ট বক্তব্য দিলেন রাষ্ট্রপতি শীতের আগমনে বগুড়ায় কর্মব্যস্ততা বেড়েছে লেপ-তোশক তৈরি কারিগরদের তিনদিনের সফরে ঢাকা আসছেন ফলকার টুর্ক বগুড়ায় ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ও সাঃ সম্পাদকসহ ৩ জন গ্রেপ্তার শেখ হাসিনাকে ১৮ নভেম্বরের মধ্যে ট্রাইব্যুনালে হাজির হওয়ার নির্দেশ ২০২৫ সালের মধ্যে নির্বাচন হতে পারে : আসিফ নজরুল লেবাননে ইসরায়েলি হামলায় মেয়রসহ নিহত ১৫ পদত্যাগ করেছেন বাংলা একাডেমির সভাপতি সেলিনা হোসেন রোহিঙ্গা ক্যাম্পে দিনভর গোলাগুলি, ৫ গুলিবিদ্ধসহ আহত ১০

ডাকাত সন্দেহে র‍্যাবের টহল দলের ওপর হামলা

যমুনা নিউজ বিডিঃ চট্টগ্রামের মিরসরাইয়ে ডাকাত সন্দেহে র‍্যাবের তিন সদস্যের ওপর হামলা করেছে স্থানীয় জনতা। এতে গুরুতর আহত হওয়া ২ জনকে হেলিকপ্টারে করে ঢাকা সামরিক হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বুধবার (২৪ মে) সন্ধ্যায় চট্টগ্রাম জেলার মিরসরাই উপজেলাধীন বারইয়ারহাট বাজারের মসজিদ গলির সামনে ওভার ব্রীজের নিচে এ ঘটনাটি ঘটে।

র‌্যাব-৭ অধিনায়ক লে. কর্ণেল এম এ ইউচুপ জানান, গোপন সংবাদের ভিত্তিতে মিরসরাই উপজেলাধীন বারইয়ারহাট বাজারের মসজিদ গলির সামনে অভিযান পরিচালনা করার সময় স্থানীয় উৎসক জনতা র‍্যাবকে ডাকাত সন্দেহে আক্রমণ করে। এসময় তারা র‍্যাব এর সঙ্গে থাকা একটি প্রাইভেট কার (নং-ঢাকা মেট্রো-গ-৪৫-২০২৯) ভাংচুর করে এবং তাদের উপর আক্রমন করে। এক পর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে র‍্যাব সদস্যরা বেশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি করে। ঘটনায় ২ জন র‍্যাব সদস্য আহত হন। আহতদের মধ্যে কাউসার (২৯) ও মোখলেস (৩৩) এর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টার যোগে ঢাকা সামরিক হাসপাতালে প্রেরণ করা হয়েছে। র‍্যাবের সোর্স পারভেজ ফেনী সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে জানা যায়।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD