October 4, 2024, 5:41 am

প্রধান বিচারপতির বাসভবনে হামলার মামলায় গয়েশ্বরের জামিন

যমুনা নিউজ বিডি: প্রধান বিচারপতির বাসভবনে হামলার মামলাসহ আরো ছয় মামলায় হাইকোর্ট থেকে আগাম জামিন পেয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। বাকি পাঁচটি মামলা নাশকতার অভিযোগের। গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র রাজধানীর পল্টন ও রমনা থানায় এসব মামলা করেছিল পুলিশ।

আজ সোমবার বিচারপতি হাবিবুল গণি ও বিচারপতি আহমেদ সোহেলের হাইকোর্ট বেঞ্চ তাঁকে ২৫ মার্চ পর্যন্ত জামিন দেন।

গয়েশ্বর চন্দ্রের পাশাপাশি নাশকতার এক মামলায় তাঁর পুত্রবধূ বিএনপি নেতা নিপুন রায়কেও আগাম জামিন দেওয়া হয়েছে। তাঁকেও ২৫ মার্চ পর্যন্ত জামিন দিয়েছেন আদালত।

আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী নিতাই রায় চৌধুরী। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান মনির।

নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে গত বছর ২৮ অক্টোবর নয়া পল্টনে বিএনপির সমাবেশের আগে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায় দলটির নেতাকর্মীরা। সংঘর্ষের এক পর্যায়ে রাজধানীর হেয়ার রোডে প্রধান বিচারপতির বাসভবনে হামলার ঘটনা ঘটে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD