July 27, 2024, 5:18 am

চাঁপাইনবাবগঞ্জে অতিরিক্ত চাল মজুদ করায় এক অটোরাইস মিলের অর্থদন্ড

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: বর্ধিত দামে বিক্রির উদ্দেশ্যে অতিরিক্ত চাল মজুত করার দায়ে চাঁপাইনবাবগঞ্জের মেসার্স মনজুর অটোরাইস মিলকে পঞ্চাশ হাজার টাকা অর্থদন্ড করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। একইসাথে আজ সোমবারের মধ্যে চালগুলো বাজারে ছাড়ার নির্দেশনাও দেয়া হয়েছে।

গতকাল শনিবার দুপুরে সদর উপজেলার আতাহার এলাকায় অবস্থিত মিলের গোডাউন পরিদর্শন করে পূর্বে উৎপাদিত চালের মজুত পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মাসুম আলী এই অর্থদন্ড আরোপ ও আদায় করেন।

এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক গালিভ খান, পুলিশ সুপার ছাইদুল হাসান, জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের ডিডি (উপ-সচিব) দেবেন্দ্র নাথ উঁরাও, অতিরিক্ত জেলা প্রশাসক আহমেদ মাহবুব-উল-ইসলাম, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, রাজশাহী বিভাগীয় কার্যালয়ের ডিডি ইব্রাহীম হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD