April 19, 2024, 7:39 am

জটিল রোগ নিরাময়ে হোমিওপ্যাথি চিকিৎসা অবদান রেখে চলেছে- মেয়র বাদশা

ষ্টাফ রিপোর্টারঃ মঙ্গলবার সকালে বগুড়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের ২০১৯ ও ২০২০ সালের ইন্টার্নি  চিকিৎসকগণের সংবর্ধনা ও ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। অত্র শিক্ষা প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডাঃ এসএম মিল্লাত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া পৌরসভার মেয়র রেজাউল করিম বাদশা।
বাংলাদেশ হোমিওপ্যাথিক মেডিকেল এসোসিয়েশন বগুড়ার সাধারণ সম্পাদক ডাঃ মুঞ্জুরুল আলম লিটনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুড়া পৌরসভার প্যানেল মেয়র ও ৯নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ শেখ, পৌর কাউন্সিলর আলহাজ্ব আল মামুন আকন্দ, বগুড়া পৌরসভার নির্বাহী প্রকৌশলী ইঞ্জিঃ আবু হেনা মোস্তফা কামাল, বগুড়া ঔষধ প্রশাসন অধিদপ্তরের সহাকরী পরিচালক শরিফুল ইসলাম মোল্লা, বাংলাদেশ হোমিওপ্যাথিক মেডিকেল এসোসিয়েশন বগুড়ার সভাপতি ডাঃ মোস্তফা আলম, বগুড়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের সাবেক অধ্যক্ষ ডাঃ আব্দুস সামাদ, সাবেক অধ্যক্ষ ডাঃ আয়ুব হোসেন, বগুড়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ম্যানেজিং কমিটির সদস্য ডাঃ আব্দুল খালেক, বগুড়া ডিএইচএমএস ডক্টরস এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ডাঃ হুমায়ন কবীর।
প্রধান অতিথির বক্তব্যে পৌর মেয়র রেজাউল করিম বাদশা বলেন,  হোমিও চিকিৎসা মানুষের মাঝে ছড়িয়ে দিতে হবে। মানুষের কল্যাণে কাজ করতে হবে। মানুষের সেবা দিতে হবে। সামাজিক দায়িত্ব পালনে নিজেদেরকে গড়ে তুলতে হবে। অনেক ভাল ডাক্তার রয়েছেন হোমিওপ্যাথির। যারা জটিল জটিল রোগ নিরাময়ে চিকিৎসা দিয়ে যাচ্ছে। সুস্থ সমাজের জন্য ডাক্তারের ভূমিকা অপরিসীম। হোমিও ডাক্তাররা প্রতিটি এলাকায় রয়েছে। তাই এই চিকিৎসা সেবার প্রসার ঘটাতে সকলে ঐক্যবদ্ধ হতে হবে। বগুড়া পৌরসভা পৌর নাগরিকের সুযোগ সুবিধা নিশ্চিতে কাজ করছে বর্তমান প্রতিনিধিরা। পৌর নাগরিকদের জীবন যাত্রা সহজ ও সুন্দর করা যায়, জীবন যাত্রা আধুনিকায়ন করা যায় সেজন্য উদ্যোগ গ্রহন করা হয়েছে। বগুড়া পৌরসভার দেশের সবচেয়ে বড় পৌরসভা। আমরা চেষ্টা করছি আমাদের নিজেদের সাধ্যের মধ্যে পৌর উন্নয়ন করার চেষ্টা করে যাওয়া হচ্ছে। সকলে মিলে একটি সুন্দর সমাজ গঠন করতে হবে। আজ যারা সংবর্ধনা নিয়ে কর্মস্থলে যোগ দিবেন। নিজ নিজ কর্মস্থলে মানুষের সর্বোচ্চ সেবা দান করার আহ্বান জানান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা যুবলীগ নেতা ইয়াসিন শেখ মক্কী, বগুড়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ শিক্ষক পরিষদের সভাপতি ডাঃ মোহাম্মদ আতিকুর রহমান সুমন, সাধারণ সম্পাদক ডাঃ শাহ গাজী, ডাঃ আব্দুল মতিন, ডাঃ মানছুরা খাতুন, ডাঃ আবুল মনসুর, ডাঃ ফাহমিদা আক্তার, ডাঃ শফিকুল ইসলাম, ডাঃ এএসএম সাহাবুদ্দীন আহমেদ, ডাঃ আব্দুল আলীম, ডাঃ গোলাম মোস্তফা, ডাঃ এহতেশাম আলী আহমেদ, ডাঃ ফিরোজ মাহমুদ, ডাঃ প্রমিত কুমার মন্ডল, ডাঃ এটিএম আব্দুর রাজ্জাক, ডাঃ আজমিরা ইসলাম, ডাঃ মোখছেদ আলী, ডাঃ মল্লিকা রাণী সরকার, ডাঃ আব্দুল গোফফার প্রামাণিক, ডাঃ মোরশেদা খানম সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ২০১৯ সালের ইন্টার্নি  চিকিৎসকগণের সংবর্ধনা ক্রেস্ট প্রদান করেন প্রধান অতিথি সহ উপস্থিত অতিথিবৃন্দ। অত্র শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ সহ শিক্ষকগণ প্রধান অতিথিকে একটি মানপত্র উপহার দেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD