March 28, 2024, 6:40 pm

নন্দীগ্রামে কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন ও আনন্দ র‌্যালী

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : “কৃষি কাজে প্রযুক্তি নন্দীগ্রামের সমৃদ্ধি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার নন্দীগ্রামে মঙ্গলবার বেলা ১১টায় নন্দীগ্রাম উপজেলা পরিষদ চত্বরে নন্দীগ্রাম উপজেলা কৃষি অধিদপ্তরের আয়োজনে এবং সহযোগিতায় আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রাজশাহী বিভাগ কৃষি উন্নয়ন প্রকল্প এর আওতায় কৃষি প্রযুক্তি মেলা/২০২২ উদ্বোধন, আনন্দ র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত আলোচনা সভায় নন্দীগ্রাম উপজেলা নির্বাহী অফিসার শিফা নুসরাতের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নন্দীগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ। ওই সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, নন্দীগ্রাম পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ আনিছুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান শ্রাবনী আক্তার বানু, উপজেলা কৃষি অফিসার আদনান বাবু, নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন, উপজেলা প্রকৌশলী শা-রিদ শাহনেওয়াজ, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার ফেরদৌস আলী, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা অপূর্ব ভট্টাচার্য, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার আবু তাহের, নন্দীগ্রাম মডেল প্রেসকাবের সভাপতি আঃ বারিক, সাধারণ সম্পাদক প্রভাষক জাকারিয়া লিটন, যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক আঃ রউফ উজ্জল, সহ-সভাপতি সুমন চন্দ্র সরকার, প্রচার ও প্রকাশনা সম্পাদক সহকারী শিক্ষক রুহুল আমিন রানা, উপ-সহকারী কৃষি অফিসার জাকিরুল ইসলাম, শাহারুল ইসলাম, নাজমুল হোসেন প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা নজরুল ইসলাম।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD