May 2, 2024, 3:23 am

সিলেটে ৫টিতে নৌকা, একটিতে স্বতন্ত্র প্রার্থী জয়ী

সিলেট প্রতিনিধি: সিলেটের ৬টি আসনের মধ্যে ৫টি আসনেই আওয়ামী লীগের প্রার্থীরা জয়ী হয়েছেন। নানা ঘটনার মধ্যদিয়ে শেষ হওয়া এ নির্বাচনে সিলেট-৬ আসনে চমক দেখাতে পারলেন না তৃণমূল বিএনপি’র সভাপতি শমসের মবিন চৌধুরী। তবে সিলেট-৬ আসনে জয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী মাওলানা হুসামউদ্দিন চৌধুরী ফুলতলী। নৌকার প্রার্থীকে পরাজিত করে তিনি এ আসনে জয়ী হয়েছেন। সিলেট-১ আসনে পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন বিশাল ভোটের ব্যবধানে জয়ী হন। তার প্রতিদ্বন্দ্বী শক্তিশালী কোনো প্রার্থী না থাকায় তার জয় নিশ্চিত হয়। সিলেট-২ আসনে জয়ী হয়েছে নৌকার প্রার্থী সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান চৌধুরী। এ আসনের অপর ৪ প্রার্থী দুপুরের মধ্যে ভোট বর্জন করে নির্বাচন থেকে সরে যান। সিলেট-৩ আসনে জয়ী হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী হাবিবুর রহমান হাবিব জয়ী হয়েছেন। এ আসনের স্বতন্ত্র প্রার্থী ডা. এহতেশামুল হক চৌধুরী দুলাল ও জাতীয় পার্টির প্রার্থী আতিকুর রহমান আতিক বিকালে ভোট বর্জন করেন।

সিলেট-৪ আসনে জয়ী হয়েছেন নৌকার প্রার্থী ও প্রবাসীকল্যাণ বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদ। তার সঙ্গে শক্তিশালী কোনো প্রতিদ্বন্দ্বী ছিল না। তবে- তৃণমূল বিএনপি’র প্রার্থী আবুল হোসেন দিনে ভোট বর্জন করেন। সিলেট-৫ আসনে প্রায় ১৪ হাজার ভোটের ব্যবধানে নৌকার প্রার্থী মাসুক উদ্দিনকে পরাজিত করে জয়ী হন হুসাম উদ্দিন। সিলেট-৬ আসনে স্বতন্ত্র প্রার্থী সরওয়ার হোসেনকে ১৭ হাজার ভোটের ব্যবধানে পরাজিত করে জয়ী হয়েছেন নৌকার প্রার্থী সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD