May 30, 2023, 11:13 am
ষ্টাফ রিপোর্টারঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে বগুড়ায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে৷ বগুড়া জেলা ছাত্রদল মিছিলটির আয়োজন করে।
মঙ্গলবার (২৪ মে) দুপুর সাড়ে ৩ টার দিকে শহরের জলেশ্বরীতলা এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে নবাববাড়ী রোডে নিজ দলীয় কার্যালয়ের সামনে যেয়ে শেষ হয়।
বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি আবু হাসান মিছিলের নেতৃত্ব দেন।
মিছিলে জেলা ছাত্রদলের সহ-সভাপতি মিল্টন, যুগ্ম সাধারণ সম্পাদক রিওন জোয়ার্দার, সহ-সাধারণ সম্পাদক উজ্জল ও রবি উপস্থিত ছিলেন। এছাড়াও সরকারি আজিজুল হক কলেজ, শাহ্ সুলতান কলেহ ও শহর ছাত্রদলের প্রায় অর্ধশত নেতাকর্মী মিছিলে অংশগ্রহণ করেন।