April 30, 2024, 11:40 pm

ভোক্তা অধিকার লঙ্ঘন: কচুয়ায় ১০ প্রতিষ্ঠানকে জরিমানা

চাঁদপুর প্রতিনিধি:  চাঁদপুরের কচুয়া বাজারে ভোক্তা অধিকার লঙ্ঘন করায় গরুর মাংসের দোকানসহ ১০ ব্যবসা প্রতিষ্ঠানকে ২৬ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বুধবার (৩ জানুয়ারি) দুপুর থেকে বিকেল পর্যন্ত বাজার তদারকি অভিযান পরিচালনা করেন অধিদপ্তরের চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নুর হোসেন।

তিনি বলেন, কচুয়া বাজারের গরুর মাংসের দোকান, কাঁচা বাজার, মুদি দোকান, সার ও কীটনাশক দোকান, চানাচুর ও বিস্কুট এবং হোটেলসহ ১৫ ব্যবসা প্রতিষ্ঠান তদারকি করা হয়। এর মধ্যে ভোক্তা অধিকার লঙ্ঘন করায় ১০ ব্যবসা প্রতিষ্ঠানকে ২৬ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া অভিযানের পরে ওই বাজারে গরুর মাংস ৬৫০ টাকা করে বিক্রি করতে দেখা যায়। অভিযানে সার্বিক সহযোগিতা করেন কচুয়া থানার একটি চৌকস দল। ভোক্তার অধিকার রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান এই কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD