May 4, 2024, 4:13 am

News Headline :
বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচকে ২ ধাপ পেছালো বাংলাদেশ এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ ১২ মে সিরাজগঞ্জ কামারখন্দে বয়লার বিস্ফোরণে শ্রমিক নিহত-০১ আহত-০২ সাংবাদিকরা স্বাধীনভাবে কাজ করছেন: প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বগুড়া সদর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে ৩জনসহ ২১জনের মনোনয়ন দাখিল মার্কিন ভোটারদের প্রায় ৪০ শতাংশ তাদের দেশে গৃহযুদ্ধের আশঙ্কা করছে: জরিপ বগুড়ার এডওয়ার্ড পার্ক উন্নয়ন ও সৌন্দর্য বর্ধণে নাগরিক পরামর্শ ও সভা অনুষ্ঠিত অপতথ্য ও অর্ধসত্যের মাঝে মুক্ত গণমাধ্যমের চ্যালেঞ্জ পূর্বাচলে অর্ধেকের বেশি প্লট বিক্রি করে দিয়েছেন প্রবাসীরা যাত্রাবাড়ীতে পরিবহনে চাঁদাবাজি, গ্রেফতার ১১

যমুনা নিউজ বিডি: দ্বীপ জেলা ভোলার মনপুরায় বিরল প্রজাতির প্রায় ৬০ কেজি ওজনের একটি জলপাইরঙা সামুদ্রিক কচ্ছপ উদ্ধার করে মেঘনা নদীতে অবমুক্ত করেছে বন বিভাগ।

রোববার দুপুর ১২টায় পঁচা কোড়ালিয়া বিটের আওতায় বাসনভাঙ্গা বালুর চর থেকে কচ্ছপটি উদ্ধার করে বন বিভাগ। পরে বিকাল ৪টার দিকে মনপুরায় দখিনা হাওয়া সি বিচ সংলগ্ন এলাকায় মেঘনা নদীতে কচ্ছপটি অবমুক্ত করা হয়।

বিষয়টি নিশ্চিত করে পঁচা কোড়ালিয়া বিট কর্মকর্তা আব্বাস আলী জানান, রোববার ভোর থেকে মেঘনা নদীতে এক দল জেলে মাছ শিকার করছিল। বাসনভাঙ্গা বালুর চরে একটি কচ্ছপ আটকে আছে দেখে জেলেরা মুঠোফোনে জানালে পঁচা কোড়ালিয়া বিটের টহল টিম কচ্ছপটি উদ্ধার করে। পরে সম্পূর্ণ সুস্থ ও অক্ষত থাকায় মনপুরা দখিনা হাওয়া সি বিচে মেঘনা নদীতে স্থানীয় জনসাধারণের উপস্থিতিতে কচ্ছপটি অবমুক্ত করা হয়।

মনপুরা রেঞ্জ কর্মকর্তা রাশেদুল ইসলাম জানান, জলপাইরঙের সামুদ্রিক কচ্ছপটিকে মনপুরার সর্ব দক্ষিণে বঙ্গোপসাগরের মোহনায় অবমুক্ত করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD