admin
- Monday, May 23, 2022 / 219 বার পঠিত
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার নন্দীগ্রামে ১ জন সাজাপ্রাপ্তসহ ৩ আসামী কে গ্রেফতার করেছে নন্দীগ্রাম থানা পুলিশ। থানা সূত্রে প্রাপ্ত তথ্যে জানা যায়, নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আনোয়ার হোসেন এর নির্দেশনায় এসআই মোঃ নুর আলম, এএসআই মোঃ আমিনুল ইসলাম ও এএসআই মামুনুর রশিদ, এএসআই মোঃ মিন্টুর রহমান, এএসআই মোঃ রেজেক আলী গোপন সংবাদের ভিত্তিতে গত ২২ শে মে দিবাগত রাত্রী আনুমানিক ১২.০০ ঘটিকার সময় নন্দীগ্রাম থানা এলাকার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করিয়া ১ বছরের সাজা প্রাপ্ত আসামী মোছাঃ সেলিনা (হেনা), স্বামী-মৃত আলহাজ্ব আঃ রহমান, সাং-নন্দীগ্রাম পশ্চিমপাড়া, এবং আসামী মোঃ ফেজুর, পিতা-মৃত মোল্লা, মোছাঃ কুলছুম বিবি, স্বামী-মোঃ ফেজুর, উভয় সাং-কাথম, সর্ব থানা-নন্দীগ্রাম, জেলা-বগুড়াদেরকে গ্রেফতার করেন।
আসামীদেরকে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।