October 13, 2024, 2:08 am
যমুনা নিউজ বিডিঃ ৫০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১১। এ সময় তাদের নিকট থেকে একটি পিকআপ জব্দ করা হয়। শনিবার দিবাগত রাতে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে কুমিল্লার চৌদ্দগ্রামের উজিরপুর এলাকার মো. জালাল হোসেন (৩৮) ও কুমিল্লার সদর দক্ষিণের লুল বাড়িয়া এলাকার মো. শামীম (২৫)কে গ্রেফতার করা হয়। আজ রবিবার দুপুরে সিদ্ধিরগঞ্জের আদমজীতে অবস্থিত র্যাব-১১’র সদর দপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে র্যাব-১১’র মিডিয়া অফিসার রিজওয়ান সাঈদ জিকু জানান, গ্রেফতারকৃতরা আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য পরস্পর যোগসাজশে দীর্ঘদিন যাবত অভিনব কায়দায় কুমিল্লাসহ বিভিন্ন জেলার সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে পিকআপের চালক ও হেলপারের ছদ্মবেশ ধারণ করে পণ্য পরিবহনের আড়ালে ঢাকা ও নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন জেলায় গাঁজা সরবরাহ করে আসছিল। তাদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।