April 30, 2024, 6:07 am

জি কে শামীমের জামিন স্থগিত

যমুনা নিউজ বিডি:  অস্ত্র আইনের মামলায় যাবজ্জীবন দ-িত ঠিকাদার গোলাম কিবরিয়া শামীম ওরফে জি কে শামীমকে হাইকোর্টের দেয়া জামিন স্থগিত করেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার কোর্ট। রাষ্ট্রপক্ষে আনা আবেদনের শুনানি নিয়ে চেম্বার কোর্ট বিচারপতি এম. ইনায়েতুর রহিম আজ মঙ্গলবার এ আদেশ দেন।

আদালতে জি কে শামীমের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী ফিদা এম কামাল। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুজিত চ্যাটার্জি বাপ্পী। এর আগে ১৩ ডিসেম্বর হাইকোর্ট জি কে শামীমকে জামিন দিয়ে আদেশ দেন। পরে রাষ্ট্রপক্ষ জামিন স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করে। ২০১৯ সালের ২০ সেপ্টেম্বর গুলশানের নিকেতনে শামীমের ব্যবসা প্রতিষ্ঠানেও অভিযান চালায় র‌্যাব। এ সময় ওই ভবন থেকে বিপুল পরিমাণ টাকা, এফডিআর, আগ্নেয়াস্ত্র ও মদ উদ্ধার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ওই অভিযানের সময় জি কে শামীম ও তার সাত দেহরক্ষীকে আটক করা হয়। এরপর তাদের নামে কয়েকটি মামলা হয়। এর মধ্যে বিচার শেষে দুই মামলায় তাদের সাজা দেয়া হয়। গত বছরের ২৫ সেপ্টেম্বর জি কে শামীমকে যাবজ্জীবন কারাদ- দেন ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত। গত ১৭ জুলাই মানিলন্ডারিং আইনের মামলায় জি কে শামীমকে ১০ বছরের কারাদ- দেন ঢাকার বিশেষ জজ আদালত-১০।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD