May 30, 2023, 11:32 am
যমুা নিউজ বিডিঃ আইপিএলে দিনের একমাত্র ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদকে ৫ উইকেটে হারিয়েছে পাঞ্জাব কিংস। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নামে সানরাইজার্স। আগ্রাসী মেজাজে শুরু করলেও দলীয় ৯৬ রানে পাঁচ উইকেট হারিয়ে বিপাকে পড়ে তারা।
শেষের দিকে ষষ্ঠ উইকেট জুটিতে ওয়াশিংটন সুন্দর এবং রোমারিও শেপার্ডের ৫৮ রানের সংগ্রহে ৮ উইকেটে ১৫৭ রান করে সানরাইজার্স হায়দ্রাবাদ।
জাবাবে রান তাড়া করতে নেমে ২৯ বল বাকি থাকতেই ৫ উইকেটে ১৬০ রানে জয়ের লক্ষে পৌঁছায় পাঞ্জাব। দলের পক্ষে সর্বোচ্চ ৪৯ রান করে অপরাজিত থাকেন লিয়াম লিভিংস্টোন।