May 3, 2024, 5:32 am

News Headline :
অপতথ্য ও অর্ধসত্যের মাঝে মুক্ত গণমাধ্যমের চ্যালেঞ্জ পূর্বাচলে অর্ধেকের বেশি প্লট বিক্রি করে দিয়েছেন প্রবাসীরা যাত্রাবাড়ীতে পরিবহনে চাঁদাবাজি, গ্রেফতার ১১ নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় গড়ে তুলতে হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী দীর্ঘ তাপপ্রবাহের পর অবশেষে রাজধানীতে স্বস্তির বৃষ্টি উপজেলা নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে কাজ করতে মন্ত্রী-এমপিদের নির্দেশ প্রধানমন্ত্রীর গাজায় বিধ্বস্ত বাড়ি-ঘর পুনর্নির্মাণে সময় লাগতে পারে ৮০ বছর রোহিঙ্গাদের প্রত্যাবাসনে সহযোগিতা করবে থাইল্যান্ড : প্রধানমন্ত্রী মার্কিন ও ব্রিটিশ কর্মকর্তাদের ওপর ইরানের নিষেধাজ্ঞা বেতন-ভাতার দাবিতে দিনকালের সাংবাদিকদের মানববন্ধন

রোটারী ক্লাব অব বগুড়ার উদ্যোগে ৪টি ক্যাম্পে ভিটামিন ‘এ’ খাওয়ানো হলো ১২৮১ শিশুকে

জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন এর অধীনে গতকাল দিনব্যাপী রোটারী ক্লাব অব বগুড়া শহরের ৪টি গুরুত্বপূর্ণ স্থানে ৬ মাস থেকে ৫ বছর পর্যন্ত শিশুদের ভিটামিন-এ খাওয়ানোর ক্যাম্প পরিচালনা করে। ফুলতলা মোড়, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল সম্মুখ প্রাঙ্গণে, নারুলী ও সাতমাথায় এই চারটি ক্যাম্প পরিচালনা করা হয়। সাতমাথায় বেলা ১১টায় রোটারী ক্লাব অব বগুড়ার ভিটামিন-এ খাওয়ানোর ক্যাম্পেইনের উদ্বোধন করেন বগুড়া সিভিল সার্জন ডা. মোহাম্মদ শফিউল আজম।

এ সময় উপস্থিত ছিলেন রোটারী ক্লাব অব বগুড়ার প্রেসিডেন্ট রোটা. ডা. মো. মতিউর রহমান সহ ক্লাবের পাস্ট প্রেসিডেন্ট রোটা. রেজাউল হাসান রানু,পিপি রোটা. আব্দুল ওয়াহাব তারেক,পিপি রোটা. এম এ জিন্নাহ, পিপি রোটা. মোরশিদা খাতুন, পিপি ববিতা রানী বর্মন, আইপিপি রোটা. ডা. মো. মুনছুর রহমান,ভিটামিন-এ ক্যাম্পেইন কমিটির চেয়ারম্যান রোটা. রফিকুল ইসলাম বুলবুল, রোটা. মো. শাহীন কাদির,রোটা. নুরুল বাসার চন্দন,রোটা. ডা. ইব্রাহীম খলিলুল্লাহ, রোটা. আবু সায়েম সরকার,রোটা. শাহ্ মো. মাহমুদুর রহমান, রোটা. মনজুর কাদের, রোটা. সাজেদুল বারী লিখন,রোটা. সানাউল হক দুলাল, রোটা. রাশেদুর রহমান, রোটা. চন্দন কুমার রায়, রোটা. সোহরাব হোসেন উজ্জ্বল,রোটা. মেহেদী হাসান চৌধুরী,রোটা. শফিকুল ইসলাম বিপুল, রোটা. মাহবুব সাইদী প্রিন্স, রোটা. ইয়াসমিন হাসান, রোটা. মো. আবু রেজা আল মামুন, রোটা. হারুন-অর-রশীদ, রোটা. রোকসানা আকতার, রোটা. তৌশিক-এ-জাহেদী, রোটা. রেজাউল হক, রোটা. শফিকুল ইসলাম শফিক প্রমুখ। রোটার‌্যাক্ট ক্লাব অব বগুড়া এবং ইন্টার‌্যাক্ট ক্লাব অব বগুড়ার সদস্যগণ ক্যাম্পগুলো পরিচালনা করেন। উল্লেখ্য,সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ৪টি ক্যাম্পে৯৪টি নীল ও ১১৮৭টি লাল ক্যাপসুল সহ মোট ১২৮১ জন শিশুকে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো হয়। -খবর বিজ্ঞপ্তী

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD