September 20, 2024, 6:25 pm

গাবতলী উপজেলা বিএনপির সম্মেলন উপলক্ষে প্রস্তুতি সভা

গাবতলী (বগুড়া) প্রতিনিধি : আগামী ২৭ মে বগুড়ার গাবতলী উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন সফল করার লক্ষে রবিবার দলীয় কার্যালয়ে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির আহ্বায়ক আবুল হোসেন মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা ও উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোরশেদ মিল্টন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক আশরাফ হোসেন। অন্যান্যদের মধ্যে উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এনামুল হক নতুন, নজরুল ইসলাম টুকু, ফজলে রাব্বী মন্ডল ফিরোজ, মোমিনুল হাসান মোমিন, জোবাইদুর রহমান গামা, মুঞ্জুরুল ইসলাম মুঞ্জু, তছলিম উদ্দিন খোকা, এম আর ইসলাম রিপন, বিএনপি নেতা নূহু আলম সরদার, আতিকুর রহমান পিন্টু, আবু আছাদ, মকবুল হোসেন, একাব্বর আলী, জসীউর রহমান সোহেল, মিজানুর রহমান হিলু, সাজেদুর রহমান সুজন, আব্দুল হান্নান, মনিরুজ্জামান ফারুক, আবু তাহের, নজরুল ইসলাম বজলু, আঃ রশিদ, উপজেলা যুবদলের আহ্বায়ক আরিফুর রহমান মজনু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রুহুল হাসান রুহিন, উপজেলা ছাত্র দলের সভাপতি এমআর হাসান পলাশ, সাধারণ সম্পাদক এম এম রাঙ্গা, পৌর ছাত্র দলের সভাপতি জাকিরুল ইসলাম লুকু, সাধারণ সম্পাদক তাসকিন আহম্মেদসহ বিএনপি ও অঙ্গ দলের বিভন্ন পর্যায়ের নেতা-কর্মী বক্তব্য রাখেন। সভায় উপজেলা বিএনপির সম্মেলন সফল করতে নানা দিক তুলে ধরে আলোচনা করা হয় এবং কয়েকটি সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD