May 5, 2024, 3:43 am

৯৫ ভাগ আয় কমেছে শমসের মবিনের

যমুনা নিউজ বিডি: তৃণমূল বিএনপির চেয়ারপারসন শমসের মবিন চৌধুরীর বার্ষিক আয় কমেছে ৯৫ ভাগ। তিনি সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনের প্রার্থী।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের হলফনামায় তিনি বার্ষিক আয় দেখিয়েছেন ১ কোটি ৬৪ লাখ টাকা। এবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তার বার্ষিক আয় উল্লেখ করেছেন ৮ লাখ ১৭ হাজার টাকা।

গতবার হলফনামায় নগদ ১ কোটি ২০ লাখ ৮৯ হাজার টাকা উল্লেখ থাকলেও এবার বলা হয়েছে নগদ কোনো টাকা নেই। হলফনামার তথ্য বিশ্লেষণ করে এসব তথ্য জানা গেছে।

পাশাপাশি তার অস্থাবর সম্পদও কমেছে। ২০১৮ সালে মোট অস্থাবর সম্পদ দেখিয়েছিলেন ৪ কোটি ২২ লাখ টাকার। এবার তিনি তা দেখিয়েছেন প্রায় পৌনে ৩ কোটি টাকার। অস্থাবর সম্পদের মধ্যে শেয়ার, সঞ্চয়পত্র ও ব্যাংক আমানত থেকে বার্ষিক আয় দেখান ৮ লাখ ১৭ হাজার টাকা।

এছাড়া উল্লেখযোগ্য খাতের মধ্যে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জমা টাকা ১ কোটি ৭৭ লাখ ৬৮ হাজার।

শমসের মবিন গত নির্বাচনের হলফনামায় রাজধানীর বিভিন্ন থানায় ৩টি মামলার কথা উল্লেখ করে একটি খারিজ হওয়ার তথ্য দেন। এবার মামলার কলামে প্রযোজ্য নয় উল্লেখ করেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD