July 27, 2024, 6:05 am

আচরণবিধি লঙ্ঘন করায় ৭৫ প্রার্থীকে শোকজ

যমুনা নিউজ বিডি: আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে এ পর্যন্ত ৭৫ জন প্রার্থীকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এর মধ্যে কয়েকজনকে একাধিকবার শোকজ করা হয়েছে। মঙ্গলবার (৫ ডিসেম্বর) নির্বাচন কমিশন সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিবন্ধিত ২৯টি রাজনৈতিক দল ও স্বতন্ত্র মিলে মোট দুই হাজার ৭১৬ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। তাদের মধ্যে এক হাজার ৯৮৫ জনের প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়েছে। এ ছাড়া ৭৩১ জনের প্রার্থিতা বাতিল ঘোষণা করেছে কমিশন।

৫ ডিসেম্বর থেকে আগারগাঁও নির্বাচন ভবনে মনোনয়নপত্র বাতিলের বিষয়ে আপিল গ্রহণ চলছে। চলবে আগামী ৯ ডিসেম্বর পর্যন্ত। আপিল আবেদন গ্রহণের জন্য আগারগাঁও নির্বাচন ভবনে দেশের ১০টি অঞ্চলের জন্য ১০টি বুথ করা হয়েছে।

আপিল গ্রহণের সময়সীমা শেষ হলে ১০ ডিসেম্বর থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন ১০০টি করে আপিল আবেদন ক্রমানুসারে নিষ্পত্তি করা হবে।

তফসিল অনুযায়ী, আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট অনুষ্ঠিত হবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর ও প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD