February 2, 2023, 5:18 pm
ষ্টাফ রিপোর্টারঃ বগুড়ায় সোমবার(২৩ মে) সকাল ৮টা থেকে বুধবার(২৫ মে) রাত ৮টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। তিনমাথা থেকে বাঘোপাড়া পর্যন্ত জরুরী গ্যাস লাইন রক্ষণাবেক্ষণ কাজের জন্য এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে। রোববার সকালে পিজিসিএল বগুড়া অঞ্চলের ম্যানেজার বরকত হোসেন মোল্লা বিষয়টি জানিয়েছেন।
তিনি জানান, সোমবার সকাল ৮টা থেকে বুধবার রাত পর্যন্ত শহরের পুরান বগুড়া, জহুরুল নগর, কামার গাড়ী, চকসূত্রাপুর, বাদুড়তলা, নামাজগড়, শহীদ তারেক রোড, উপশহর, নিশিন্দারা, ধরমপুর, বারপুর, মাটিডালী, সুলতানগঞ্জ পাড়া, হাকির মোড় পর্যন্ত গ্যাস সরবরাহ সাময়িকভাবে বন্ধ থাকবে। সাময়িক এ অসুবিধার জন্য পিজিসিএল কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করছে।
তিনি আরও জানান, নির্ধারিত সময়ের আগেই যেন গ্রাহকদের গ্যাস সরবরাহ প্রদান করতে প্রচেষ্টা থাকবে।