May 4, 2024, 10:52 pm

শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াস

শ্রীমঙ্গল প্রতিনিধি: শনিবার সন্ধ্যার পর থেকে শীতের শহর হিসেবে পরিচিত ও চা শিল্প সমৃদ্ধ উপজেলা শ্রীমঙ্গলে শীত অনুভূত হতে শুরু করেছে।  রবিবার শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১৪ ডিগ্রি সেলসিয়াস। শ্রীমঙ্গল ও ঢাকা আবহাওয়া অফিস জানায়, রোববার সকাল ৯টায় শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। এর আগে সকাল ৬টায় এখানে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয় ১৪.২ ডিগ্রি সেলসিয়াস।

এবার শ্রীমঙ্গলে দেরিতে শীত আসল। শনিবার  সন্ধ্যা থেকে কিছুটা শীত অনুভূত হচ্ছে। নামতে শুরু করেছে শীত। শনিবার রাত ১২টায় শ্রীমঙ্গল আবহাওয়া অফিস এখানকার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করেছিল ১৭.২ ডিগ্রি সেলসিয়াস। এখন থেকে ধীরে ধীরে তাপমাত্রা কমবে বলে জানিয়েছে স্থানীয় আবহাওয়া অফিস। তাপমাত্রা কমার সাথে সাথে বাড়বে শীত। শীত শুরুর সাথে সাথে বদলে যাচ্ছে এখানকার প্রকৃতির রুপ। সকালে সবুজ ঘাসে জমছে নিশির শিশির। ভোরে কুয়াশাও পড়ছে। তবে উপজেলার চা-বাগানগুলোতে শীত একটু বেশি অনুভূত হচ্ছে। শ্রীমঙ্গলে দেশের সর্বনিস্ন তাপমাত্রা রেকর্ড হলেও দিনের বেলায় সূর্যতাপে কিছুটা গরম অনুভূত হচ্ছে। শ্রীমঙ্গলের হাইল-হাওরের বড়গাঙিনা সম্পদ ব্যবস্থাপনা সংগঠনের সভাপতি মো. পিয়ার আলী জানান, নভেম্বরের শুরু থেকে শ্রীমঙ্গলের প্রসিদ্ধ পাখির অভয়ারণ্য বাইক্কা বিলে অতিথি পাখি আসতে শুরু করেছে।  এ ছাড়াও শ্রীমঙ্গলের বিল, জলাশয়, চা-বাগান লেক-এ অতিথি পাখি আসতে শুরু করেছে। আর কয়েকদিনের মধ্যে অতিথি পাখির কলতানে হাওর, বিল, লেক ও জলাশয়গুলো পাখির কিচির-মিচিরে মুখরিত হয়ে উঠবে। শুরু হবে পর্যটক, দর্শনার্থী ও ভ্রমণপিপাসুদের আগমন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD