March 21, 2023, 7:39 am
কাহালু প্রতিনিধিঃ কাহালুতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় দূর্গাপুর ইউনিয়ন ফুটবল একাদশকে ৩-১ গোলে হারিয়ে বিজয়ী হয়েছে মুরইল ইউনিয়ন। শনিবার বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়।
৫০ মিনিটের এই খেলায় দূর্গাপুর ইউনিয়ন ফুটবল একাদশকে ৩-১ গোলে হারিয়ে মুরইল ইউনিয়ন ফুটবল একাদশ বিজয় লাভ করে।
কাহালু উপজেলা নির্বাহী অফিসার মাছুদুর রহমানের সভাপতিত্বে বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন কাহালু উপজেলা পরিষদের চেয়ারম্যান আল হাসিবুল হাসান সুরুজ।
এছাড়াও অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন কাহালু উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ লালু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, সরকারি মডেল উ”চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এফ এমএ আব্দুস সালাম ও মুরইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল জলিজসহ আরও অনেকে ।