April 30, 2024, 6:08 am

বিএনপি নেতা এ্যানির জামিন

যমুনা নিউজ বিডি: চার বছর আগে রাজধানীর পল্টন থানার এক নাশকতার মামলায় জামিন পেয়েছেন বিএনপির প্রচার সম্পাদক ও মিডিয়া সেলের সদস্য সচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) ঢাকা মহানগর দায়রা জজ মো. আছাদুজ্জামানের আদালত এ আদেশ দেন। তবে, তার বিরুদ্ধে আরও মামলা থাকায় তিনি মুক্তি পাচ্ছেন না।

বিষয়টি নিশ্চিত করে এ্যানির আইনজীবী মহিউদ্দিন চৌধুরী জানান, ২০১৯ সালে পল্টন থানার এই মামলার এজাহারে এ্যানির নাম ছিল না। চার্জশিটের আসামি হিসেবে তার নাম অন্তর্ভুক্ত করা হয়। এ মামলায় আদালত তার জামিন মঞ্জুর করলেও তিনি অন্য মামলায় গ্রেপ্তার রয়েছেন। এজন্য মুক্ত হতে পারছেন না।

এর আগে, গত ১০ অক্টোবর গভীর রাতে এ্যানিকে রাজধানীর ধানমন্ডির বাসার থেকে তুলে নিয়ে যায় পুলিশ। পরদিন ধানমন্ডি মডেল থানার মামলায় তাকে ৪ দিনের রিমান্ডে নেয় পুলিশ। রিমান্ড শেষে ১৪ অক্টোবর তাকে কারাগারে পাঠানো হয়। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD