October 26, 2024, 4:49 pm

গাইবান্ধায় আমন ধান কাটা শুরু

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধা জেলার সব এলাকায় পুরোদমে আমন ধান কাটা শুরু হয়েছে। এবারে জেলায় লক্ষ্যমাত্রার চেয়ে ২ হাজার ২৬০ হেক্টর বেশী জমিতে আমন ধান চাষ হয়েছে। এবারের লক্ষ্যমাত্রা ছিল ১ লাখ ২৭ হাজার ৪৬০ হেক্টর জমির। সেখানে চাষ হয়েছে ১ লাখ ২৯ হাজার ৭২০ হেক্টর জমিতে। এবারে আবহাওয়া অনুকূলে থাকায় আমন ধানের ফলন ভালো হওয়ায় কৃষকদের মধ্যে হাসি ফুটে উঠেছে।

গাইবান্ধা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছে, এবারে জেলায় ১ লাখ ১৮ হাজার ৬১২ হেক্টরে উফশী, ৫ হাজার ৫৯২ হেক্টরে হাইব্রিড এবং ৫ হাজার ৫১৬ হেক্টরে আমন চাষ হয়েছে। ইতিমধ্যে জেলার সর্বত্র ধান কাটা শুরু হয়েছে।

সোমবার পর্যন্ত জেলায় ৩০ হাজার হেক্টর জমির ধান কর্তনের কাজ সম্পন্ন হয়েছে। বাকি জমির ধান কর্তন অব্যাহত রয়েছে। এবারে জেলায় ৩ লাখ ৮০ হাজার ৮০ মে. টন আমন চাল উৎপাদিত হবে বলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আশা করছে

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD