March 28, 2024, 12:42 pm

শ্রীলঙ্কায় নতুন ৯ মন্ত্রী নিয়োগ

যমুনা নিউজ বিডিঃ অর্থনৈতিক জটিলতায় পড়া শ্রীলঙ্কায় আরো ৯ জন মন্ত্রী নিয়োগের খবর পাওয়া গেছে।

শুক্রবার (২০ মে) তাদের নিয়োগ দেওয়া হয় বলে প্রেসিডেন্টের কার্যালয়ের থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। খবর রয়টার্সের।

এতে বলা হয়, নতুন সর্বদলীয় সরকারের ৯ জন মন্ত্রীকে শপথবাক্য পাঠ করাবেন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে।

জানা গেছে, নিমল সিরিপালা ডি সিলভা দেশটির বন্দর, নৌ ও বিমান মন্ত্রী হিসাবে নিয়োগ পেয়েছেন। সুশীল প্রেমজয়ন্তা শিক্ষামন্ত্রী হিসাবে এবং কেহেলিয়া রামবুকওয়েলা স্বাস্থ্যমন্ত্রী হিসাবে নিয়োগ পেয়েছেন।

এছাড়া উইজেয়াদাসা রাজাপাকসেকে বিচার, কারাবিষয়ক, সাংবিধানিক সংস্কার মন্ত্রী, হারিন ফার্নান্দোকে পর্যটন ও ভূমি মন্ত্রী, রমেশ পাথিরানাকে প্ল্যান্টেশন ইন্ডাস্ট্রি মন্ত্রী, মানুশা নানায়াক্কারা শ্রম ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী, নলিন ফার্নান্দোকে বাণিজ্যমন্ত্রী নিযুক্ত করা হয়েছে। খাদ্য নিরাপত্তাবিষয়ক মন্ত্রী তিরান অ্যালেসকে জননিরাপত্তা-বিষয়ক মন্ত্রী হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, শ্রীলঙ্কার নতুন প্রধানমন্ত্রী হিসেবে ১২ মে সন্ধ্যায় শপথ নেন রনিল বিক্রমাসিংহে। তাকে শপথবাক্য পাঠ করান লঙ্কান প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে। ৭৩ বছর বয়সী অভিজ্ঞ এ রাজনীতিবিদ শ্রীলঙ্কার ইউনাইটেড ন্যাশনাল পার্টির (ইউএনপি) নেতা।

এর আগে সহিংস বিক্ষোভের মুখে প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে গত ৯ মে পদত্যাগ করেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD