March 29, 2024, 9:34 am

সিরাজগঞ্জের শাহজাদপুরে নদী ভাঙন, ২৫ বাড়ি বিলীন

সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় যমুনা নদীর বিভিন্ন স্থানে ভাঙনে তীরবর্তী চার গ্রামের ২৫টি বসতবাড়ি বিলীন হয়ে গেছে।

ভাঙনের সময় ‘জীবন বাঁচাতে গিয়ে প্রয়োজনীয় জিনিসপত্র রক্ষা করতে পারেননি ক্ষতিগ্রস্তরা। ফলে তারা রাত থেকে খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছেন’ বলে জানান উপজেলার জালালপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুলতান মাহমুদ।

চেয়ারম্যান বলেন, বৃহস্পতিবার রাতে প্রচণ্ড ঝড়ে যমুনা নদীতে ঢেউ দেখা দেয়। দেবে যেতে থাকে তীরবর্তী ভূমি। নদীতীরের আরকান্দি, ঘাটাবাড়ি, জালালপুর ও পাকুরতলা গ্রামের ২৫টি বসতবাড়ি নদীগর্ভে চলে যায়।
ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন শেষে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সহযোগিতা চাওয়া হয়েছে বলে তিনি জানান।

সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী নাসির উদ্দিন বলেন, সিরাজগঞ্জ শহররক্ষা বাঁধ এলাকায় গত ২৪ ঘণ্টায় যমুনা নদীর পানি ৭১ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। তবে আগামী তিন দিন এভাবেই পানি বৃদ্ধি পাবে বলে ধারণা করা হচ্ছে। আগামী তিন দিন যদি এভাবেই পানি বৃদ্ধি পেতে থাকে তাহলে বিপৎসীমার ওপর দিয়ে যমুনার পানি প্রবাহিত হবে।

সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলাম বলেন, যমুনা নদীতে পানি বেড়েই চলেছে। আরও দুই-তিন দিন পানি বাড়বে। পানি বৃদ্ধি পেলেও সিরাজগঞ্জ পয়েন্টে পানি বিপৎসীমার অনেক নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এ ছাড়া ভাঙন কবলিত এলাকার বিষয়ে আমরা গভীরভাবে ভাবছি।

শাহজাদপুরের ইউএনও শাহ মো. শামসুজ্জোহা বলেন, ভাঙনরোধে ব্যবস্থা নিতে পানি উন্নয়ন বোর্ডকে জানানো হয়েছে। আর ক্ষতিগ্রস্তদের দ্রুত সরিয়ে নিতে স্থানীয় ইউপি চেয়ারম্যানকে নির্দেশ দেওয়া হয়েছে।
ক্ষতিগ্রস্তদের সহযোগিতা করে নিরাপদ স্থানে পুনর্বাসন করা হবে বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD