April 19, 2024, 12:46 pm

বগুড়ায় বিদ্যুৎ ট্রান্সফরমার বিস্ফোরণে নেসকো কর্মীর মৃত্যু

ষ্টাফ রিপোর্টারঃ বগুড়ায় নেসকোর বিদ্যুৎ ট্রান্সফরমার বিস্ফোরিত হয়ে রবিউল ইসলাম শাহিন নামে এক কর্মচারীর মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল ৯টার দিকে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এর আগে বৃহস্পতিবার রাত একটার দিকে শহরের পুরান বগুড়া এলাকার নেসকোর বিতরণ বিভাগ-৩ এর কার্যালয়ে এ ঘটনা ঘটে।

৫০ বছরের রবিউল ইসলাম শাহিন বিদ্যুৎ বিভাগের সুইচ বোর্ড অ্যাটেনডেন্ট (এসবিএ) ছিলেন। প্রায় ২৭ বছর ধরে তিনি বিদ্যুৎ বিভাগে কর্মরত ছিলেন। তার বাড়ি গাবতলী উপজেলায়।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন নেসকোর বিতরণ বিভাগ-৩ এর সহকারী প্রকৌশলী জুলফিকার আলী।

তিনি জানান, রবিউল ইসলামের দায়িত্ব প্রতি ঘণ্টায় বিদ্যুতের  বিভিন্ন ডাটা লিপিবদ্ধ (রিডিং) করা। বৃহস্পতিবার রাত একটার দিকে মিটারের রিডিং নেয়ার সময় রবিউলের পিছনে থাকা বিদ্যুৎ ট্রান্সফরমার ইকুইপমেন্ট (সিটি ইকুইপমেন্ট) বিস্ফোরিত হয়। বিস্ফোরণের শব্দ শুনে অফিসের অন্যান্য লোকজন তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে রেফার্ড করে। পরে রাত আড়াইটার দিকে রবিউলকে নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দেয়া  হয়। সেখানে ভর্তির পর সকাল ৯ টার দিকে তিনি মারা যান।

জুলফিকার আলী বলেন, রবিউল ইসলামের মরদেহ এখনও ঢাকার বার্ন হাসপাতাল থেকে মরদেহ বগুড়ায় নিয়ে আসা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD