July 27, 2024, 5:58 am

হিলি স্থলবন্দরে এসেছে সাড়ে ৩ হাজার টন আলু

যমুনা নিউজ বিডি: দেশের বাজারে আলুর দাম বেশি হওয়ায় সরকার ভারত থেকে আলু আমদানির অনুমতি দিয়েছে। যার ফলে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আলু আমদানি অব্যাহত রয়েছে। গত সপ্তাহের ৬ কর্ম দিবসে ১৩৭ ভারতীয় ট্রাকে ৩ হাজার ৫০০ টন আলু আমদানি হয়েছে হিলি স্থলবন্দর দিয়ে।

আলু আমদানি প্রথম দিকে দাম কিছুটা কমলেও বর্তমানে আবার বেড়েছে দাম। হিলি স্থলবন্দরের পাইকারি মোকামে কেজি প্রতি ভারতীয় আলু প্রকারভেদে ৩০ থেকে ৩২ টাকার মধ্যেই বিক্রি হচ্ছে, সেই সঙ্গে ভারতীয় নতুন আলু পাইকারিতে ৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি হারুন-উর রশিদ হারুন বলেন, হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে আলু আমদানি অব্যাহত রয়েছে। ইতোমধ্যে ভারতের অভ্যন্তরে আলুর দাম বেশি হওয়ার কারণে দেশের বাজারে কিছুটা দাম বৃদ্ধি পেয়েছে।

একই সঙ্গে হরতাল, অবরোধের কারণে আলু পরিবহনে করে বিভিন্ন স্থানে সরবরাহ করতে বেশি ভাড়া গুনতে হচ্ছে ব্যবসায়ীদের। যার ফলে কেজি প্রতি ২ থেকে ৩ টাকা দাম বেড়েছে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD