July 27, 2024, 2:01 am

ডেঙ্গু : ২৪ ঘণ্টায় আরও ৯ মৃত্যু, হাসপাতালে ১৭৯৪

যমুনা নিউজ বিডি: এডিস মশাবাহী ডেঙ্গু জ্বরের প্রকোপ থামছেই না। গত ২৪ ঘণ্টায় আরও নয়জনের প্রাণ কেড়েছে ডেঙ্গু। এ নিয়ে দেশে চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়ালো এক হাজার ৪১৭ জনে। গত এক দিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৭৯৪ জন। সোমবার (৬ নভেম্বর) সন্ধ্যায় স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে যে নয়জন মারা গেছেন তাদের মধ্যে ঢাকা সিটিতে ছয়জন এবং ঢাকার বাইরের তিনজন আছেন। এই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৭৯৪ জন। এর মধ্যে ঢাকা সিটির ৪১৭ জন এবং ঢাকা সিটির বাইরে এক হাজার ৩৭৭ জন। চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন দুই লাখ ৮১ হাজার ৬৯৮ জন। সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন দুই লাখ ৭৩ হাজার ৬১৯ জন। মারা গেছেন এক হাজার ৪১৭ জন। এরমধ্যে ঢাকা সিটির ৮৪১ জন এবং ঢাকা সিটির বাইরের ৫৭৬ জন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD