July 27, 2024, 5:03 am

গাজায় যুদ্ধবিরতির দাবিতে হোয়াই হাউজের বাইরে হাজারো মানুষের বিক্ষোভ

যমুনা নিউজ বিডি: গাজায় যুদ্ধবিরতির দাবিতে গতকাল শনিবার যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসের বাইরে হাজার হাজার মানুষ বিক্ষোভ করেছে। ফিলিস্তিনিদের বিরুদ্ধে গণহত্যায় মদদ দেওয়ার অভিযোগ তুলে ওয়াশিংটন ডিসির বিক্ষোভকারীরা মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রতি ক্ষোভ প্রকাশ করেন। খবরে দ্য নিউইয়র্ক টাইমস।

শনিবার (৪ নভেম্বর) এক প্রতিবেদনে সংবাদ মাধ্যমটি জানায়, গাজায় যুদ্ধবিরতির দাবিতে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসির রাস্তায় নেমে বিক্ষোভ করেছেন হাজার হাজার মানুষ। ওয়াশিংটন ডিসি ছাড়াও ওহাইয়ো, ইউটাহ, ক্যালিফোর্নিয়াতেও যুদ্ধবিরতির দাবিতে বিক্ষোভ হয়েছে।

প্রথমে তারা ফ্রিডম স্কয়ারে মিলিত হয়েছিল। তাদের মধ্য থেকে বেশ কয়েকজন বক্তৃতা দিয়েছিল। এরপর হোয়াইট হাউসের সামনে প্রায় ২ কিমি পদযাত্রা করেছিল।

ফিলিস্তিনিদের বিরুদ্ধে গণহত্যায় মদদ দেওয়ার অভিযোগ তুলে ওয়াশিংটন ডিসির বিক্ষোভকারীরা মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রতি ক্ষোভ প্রকাশ করেন।

এ সময় বিক্ষোভকারীরা স্লোগান দেন, ‘বাইডেন, বাইডেন, তুমি লুকাতে পারবে না; তোমার বিরুদ্ধে আমরা গণহত্যার অভিযোগ আনছি।’ (বাইডেন, বাইডেন, ইউ ক্যানট হাইড; উই চার্জ ইউ উইথ জেনোসাইড)।

গাজা উপত্যকায় ইসরায়েলের বিরামহীন বোমাবর্ষণের মধ্যে সেখানে গণহত্যার ক্রমবর্ধমান ঝুঁকির বিষয়ে সতর্ক করছেন জাতিসংঘের বিশেষজ্ঞরা।

বাইডেন প্রশাসন বেসামরিক নাগরিক হতাহতের পরিমাণ ‘ন্যূনতম’ পর্যায়ে নামিয়ে আনতে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছে। তবে একই সঙ্গে ইসরায়েলের প্রতি নিজেদের সমর্থনও স্পষ্ট করে দিয়েছে।

গাজায় চলমান যুদ্ধে সহায়তার জন্য কংগ্রেস থেকে ইসরায়েলের জন্য ১৪ বিলিয়ন ডলারের বেশি সহাতা দেওয়ার অনুরোধও করেছেন বাইডেন।

আরও পড়ুন: ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বাসভবনের বাইরে ব্যাপক বিক্ষোভ

শনিবার অনেক বিক্ষোভকারী ইসরায়েলকে সহায়তা দেওয়া বন্ধ করার দাবি জানিয়েছেন। বিক্ষোভে আসা ইয়েমেনি-আমেরিকান আইনজীবী হুদা আলকুরায়ে কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে বলেন, ‘৭০ বছর ধরে ফিলিস্তিনিরা পরাধীন। এখন সময় এসেছে এর বিরুদ্ধে শক্ত কণ্ঠে আওয়াজ তোলার।’

ইহুদি-আমেরিকান মানবাধিকারকর্মী ডেভিড হরোউইটজ বলেন, ‘ওরা সহায়তা নিয়ে [গাজায়] ট্রাক যেতে দিচ্ছে, আবার যুদ্ধও চালিয়ে যাচ্ছে।’ একে দ্বিচারিতা বলে উল্লেখ করেন তিনি।

উল্লেখ্য, গত ৭ অক্টোবর ইসরায়েলে আকস্মিক আক্রমণ চালিয়ে প্রায় ১ হাজার ৪০০ জনকে হত্যা করে হামাস। জবাবে সেদিন থেকেই গাজা উপত্যকায় লাগাতার আক্রমণ চালিয়ে যাচ্ছে ইসরায়েল। ইসরায়েলি আক্রমণে অন্তত সাড়ে ৯ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছে। নিহত ফিলিস্তিনিদের মধ্যে প্রায় ৪ হাজারই শিশু।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD