July 27, 2024, 1:48 am

ইরানে মাদক পুনর্বাসন কেন্দ্রে আগুন, নিহত ৩২

যমুনা নিউজ বিডি: ইরানের উত্তরাঞ্চলে একটি মাদক পুনর্বাসন কেন্দ্রে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় কমপক্ষে ৩২ জন নিহত হয়েছেন। এছাড়াও আহত হয়েছেন আরও ১৬ জন।

শুক্রবার ৩ নভেম্বর বার্তাসংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানায়, মাদক পুনর্বাসন কেন্দ্রে অ্যালকোহল বা মাদকাসক্ত ব্যক্তিদের চিকিৎসা করা হয়।

প্রতিবেদনে বলা হয়, তেহরানের উত্তরে গিলান প্রদেশের ল্যাঙ্গারুদ শহরে একটি মাদক পুনর্বাসন শিবিরে অগ্নিকাণ্ডের পর ৩২ জনের মৃত্যু হয়। এতে আরও ১৬ জনকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।

বার্তাসংস্থা এপি বলেছে, ইরানে এই ধরনের দুর্ঘটনা বিরল নয়। প্রধানত নিরাপত্তা ব্যবস্থার প্রতি অবহেলা, পুরোনো অবকাঠামো এবং অপর্যাপ্ত জরুরি পরিষেবার কারণে পশ্চিম এশিয়ার এই দেশটিতে প্রায়ই এই ধরনের দুর্ঘটনা ও প্রাণহানির ঘটনা ঘটে থাকে।

এর আগে চলতি বছরের সেপ্টেম্বরে এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মালিকানাধীন গাড়ির ব্যাটারি কারখানায় দুই দফায় আগুন লাগে। যদিও সেসব ঘটনায় সেসময় হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD