July 27, 2024, 6:10 am

চ্যাম্পিয়ন্স ট্রফিতে অনিশ্চিত বাংলাদেশ!

যমুনা নিউজ বিডিঃ চলমান ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের অবস্থা খুবই বাজে। ছয় ম্যাচ খেলে কেবল একটিতে জয়ের স্বাদ পেয়েছে টাইগাররা। মাঠের পারফরম্যান্সে দলের অবস্থা যখন নাজেহাল তখনই আরেক দুঃসংবাদ পেল বাংলাদেশ। আইসিসি আগেই জানিয়েছিল, ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি হবে ৮ দল নিয়ে। সেই আট দল কিসের ভিত্তিতে নির্বাচন করা হবে সেটি এতদিন স্পষ্ট করেনি আইসিসি। এবার আইসিসির বরাত দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে কারা খেলতে পারবে সেটি জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম ক্রিকইনফো।

ক্রিকইনফোর তথ্যমতে, আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে আয়োজক দেশ হিসেবে সরাসরি খেলার সুযোগ পাবে পাকিস্তান। আর চলমান বিশ্বকাপের লিগ পর্বের খেলা শেষে স্বাগতিক পাকিস্তানসহ পয়েন্ট টেবিলের সেরা আট দল জায়গা পাবে সেই আসরে। বর্তমানে ৬ ম্যাচে ১ জয় ও ৫ হারে পয়েন্ট টেবিলের নবম স্থানে রয়েছে বাংলাদেশ। পরের ৩ ম্যাচে টাইগারদের লড়তে হবে পাকিস্তান, শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়ার মতো দলের বিপক্ষে। অন্যদিকে আফগানিস্তান আর নেদারল্যান্ডের মধ্যে একটি ম্যাচ আছে। ৪ পয়েন্টে থাকা এই দুই দলের একদল ম্যাচটি জিতে এগিয়ে যাবে। বাংলাদেশের নিচে থাকা ইংল্যান্ড তলানি থেকে উঠে আসার জন্য ভারত ছাড়াও প্রতিপক্ষ হিসেবে পাচ্ছে নেদারল্যান্ডস, পাকিস্তান ও অস্ট্রেলিয়াকে। সে হিসেবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে জায়গা পেতে হলে অন্তত আরো ২টি ম্যাচ জিততেই হবে টাইগারদের। সঙ্গে বাড়িয়ে নিতে হবে রান-রেটের হিসাব।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD