July 27, 2024, 1:36 am

সমাবেশের উদ্দেশ্য পাল্টালো জামায়াত

যমুনা নিউজ বিডিঃ বিএনপি-আওয়ামী লীগের মতো আগামী ২৮ অক্টোবর সমাবেশের ঘোষণা দিয়েছে নিবন্ধন হারানো রাজনৈতিক দল জামায়াতে ইসলামী-ও। তবে প্রতিবছর এ দিনে আগে থেকেই সমাবেশ করে আসছে দলটি। জানা গেছে, ২০০৬ সালের পর থেকে আওয়ামী লীগের লগি-বৈঠা আন্দোলনে নিহত নেতাকর্মীদের স্মরণে দিনটিতে কর্মসূচি পালন করলেও এবার ভিন্ন উদ্দেশে এই দিনে কর্মসূচি দিয়েছে তারা।

দলের পক্ষ থেকে বলা হয়েছে, তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা, জামায়াতের আমিরসহ নেতাকর্মী, আলেম ওলামাদের মুক্তি ও মামলা প্রত্যাহার এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণের দাবিতে ২৮ অক্টোবর মতিঝিলের শাপলা চত্বরে মহাসমাবেশ তারা। এদিকে, জামায়াতকে ঢাকায় মহাসমাবেশের অনুমতি দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। বুধবার সচিবালয়ে এক আন্ত মন্ত্রণালয় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব জানান। তবে জামায়াত ২৮ অক্টোবর দুপুর ২টায় রাজধানীর শাপলা চত্বরে মহাসমাবেশ করার বিষয়ে অনড় আছে। দলটির নেতারা বলেছেন, সমাবেশ করার প্রস্তুতি নিচ্ছেন তাঁরা। বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল হালিম।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD